/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Hockey-india.jpg)
Indian Hockey Team: ভারতীয় হকি দল (ওড়িশা স্পোর্টস টুইটার)
Arjuna award winner Varun Kumar: অলিম্পিয়ান এবং হকি তারকা বরুণ কুমার এবার ব্যাপক বিপাকে পড়লেন। বেঙ্গালুরু পুলিশের তরফে তাঁর নামে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। নাবালিকা থাকার সময় এক মহিলাকে টানা ধর্ষণ করেছিলেন কয়েক বছর । সেই মহিলাই পুরোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছিলেন পুলিশের কাছে। তারপরেই ২৮ বছরের হকি সুপারস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল বেঙ্গালুরু পুলিশ।
সোমবারই দায়ের হয়েছে অভিযোগ। ২২ বছরের তরুণী জানিয়েছেন, তাঁর সঙ্গে বরুণের পরিচয় ২০১৮-য়। ইনস্টাগ্রামের মাধ্যমে। বেঙ্গালুরুর সাই সেন্টারে ট্রেনিং করার সময় বরুণ সাক্ষাৎ করেন সেই তরুণীর সঙ্গে। সেই সময়ের ১৭ বছরের তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে।
আরও পড়ুন: যাও রঞ্জিতে গিয়ে রান করে এসো! টিম ইন্ডিয়া থেকে ‘ঘাড়ধাক্কা’ খেতে চলেছেন সুপারস্টার
অর্জুন পুরস্কার পেয়েছেন বরুণ। রাজ্য সরকারের তরফে সম্প্রতি বরুণকে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। জানা গিয়েছে, FIH Pro League এর জন্য সোমবারই ভুবনেশ্বরে নেমেছিলেন দলের সঙ্গে। তবে প্রাক টুর্নামেন্ট ট্রেনিং ক্যাম্প থেকে মঙ্গলবারই তিনি চলে আসেন।
President Kovind confers Arjuna Award, 2021 on Shri Varun Kumar in recognition of his outstanding achievements in Hockey.
· Bronze Medal in Tokyo Olympics 2020 pic.twitter.com/FzwRX32Zrm— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
বেঙ্গালুরু পুলিশ (পশ্চিম) ডিসিপি এস গিরিশ জানিয়েছেন, "তরুণীর অভিযোগের ভিত্তিতে পকসো আইনে ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং ৪২০ ধারায় (প্রতারণা) মামলা দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগ, তিনি যখন নাবালিকা ছিলেন, ১৭ বছর বয়সে, সেই সময়ে একাধিকবার ধর্ষিত হয়েছেন। সেই তরুণী আরও জানিয়েছেন, তিনি এবং বরুণ ভালোবাসায় জড়িয়ে পড়েছিলেন। সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বরুণ। তবে এখন বিবাহে সম্মতি নেই।"
বরুণের পরিবারের তরফ থেকে কেউ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাননি। বরুণ বেড়ে উঠেছেন হিমাচল প্রদেশে। পরবর্তীতে হকির ট্রেনিংয়ের জন্য জলন্ধরে চলে যান। ২০১৭-য় জাতীয় দলের হয়ে অভিষেক হয় তারকার।