Arshdeep Singh surpasses Yuzvendra Chahal: অর্শদীপ সিং নতুন কীর্তির মালিক হয়ে গেলেন। জুজবেন্দ্র চাহালকে ছাড়িয়ে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গেলেন এখন তিনিই। ভারতীয় তারকা পেসার অর্শদীপ সিং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুতেই ফারাক গড়ে দিয়েছেন।
প্ৰথম স্পেলে দুই ওভারেই আউট করে দেন ফিল সল্ট এবং বেন ডাকেটকে। সবমিলিয়ে তাঁর এই শুরুর স্পেলের পর ফায়দা তুলে যান বরুণ চক্রবর্তীরা। যাইহোক, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দিয়ে জুজবেন্দ্র চাহালকে ছাড়িয়ে ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক (T20I) ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এলেন আপাতত অর্শদীপ সিং।
শনিবারের ম্যাচের পর অর্শদীপের উইকেট সংখ্যা দাঁড়াল ৯৭-এ। তার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন বেশ কয়েকদিন ধরেই। অন্যান্য ফরম্যাটেও খেলার যোগ্য দাবিদার তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই অর্শদীপ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে গেলেন। যা তাকে ভারতীয় ক্রিকেটে একজন নির্ভরযোগ্য টি-টোয়েন্টি বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে দিল।
জুজবেন্দ্র চাহাল, এর আগে ভারতের পক্ষে সর্বাধিক টি-টোয়েন্টি উইকেটের মালিক ছিলেন (৯৬টি)। তিনি এখন নেমে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্শদীপের এই রেকর্ড তার পরিশ্রম এবং ধারাবাহিক পারফরম্যান্সের ফলাফল বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন।
টিম ইন্ডিয়ায় দীর্ঘদিন বাঁ হাতি পেসারের প্রয়োজন রয়েছে। এমন অবস্থায় অর্শদীপ সেই প্রয়োজন মেটাতে নিজের সেরা পারফরম্যান্স নিয়ে বারবার হাজির হয়েছেন সাম্প্রতিক কালে। ধারাবাহিকভাবে নতুন বল হাতে যেমন উইকেট তুলে নিতে সক্ষম তিনি, সেরকম পুরোনো বল হাতেও বল করতে পারেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন। গোটা টুর্নামেন্টে ১৮টি উইকেট শিকার করেন তারকা। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশ সফরে এবং বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন বারবার। জুন মাসে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ বোলিং লাইনআপের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে মেলে ধরেছিলেন নিজেকে।