India vs Australia 3rd T20I Highlights: মেয়েদের মতই ধুমধাড়াক্কা খেলে অজিদের ওড়াল টিম ইন্ডিয়া, সিরিজে সমতা

Arshdeep Singh & Washington Sundar shine: হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। দুর্দান্ত বোলিংয়ে আরশদীপ ও ব্যাট হাতে ঝলসে উঠলেন ওয়াশিংটন সুন্দর।

Arshdeep Singh & Washington Sundar shine: হোবার্টে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। দুর্দান্ত বোলিংয়ে আরশদীপ ও ব্যাট হাতে ঝলসে উঠলেন ওয়াশিংটন সুন্দর।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Arshdeep Singh & Washington Sundar shine: ভারতের সুন্দর তাণ্ডবের সাক্ষী হল হোবার্ট।

Arshdeep Singh & Washington Sundar shine: ভারতের সুন্দর তাণ্ডবের সাক্ষী হল হোবার্ট।

Arshdeep Singh & Washington Sundar shine: অবশেষে সিরিজে ফিরল ভারত। হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ভারত ৫ উইকেটে জয় পেয়ে সিরিজ ১-১ সমতায় নিয়ে এল। এই জয়ের নেপথ্যে দুই তারকা—আরশদীপ সিং ও ওয়াশিংটন সুন্দর। 

Advertisment

আরশদীপের আগুন ঝরানো শুরু 

ম্যাচের শুরুই বুঝিয়ে দেয়, আজ ভারত ভাগ্যবান। অধিনায়ক সুর্যকুমার যাদব টস জেতেন। প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছিল টিম ইন্ডিয়া। তা হল—আরশদীপ, ওয়াশিংটন ও জিতেশ। তিনজনই নিজেদের সুযোগকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন। আরশদীপ সিং শুরু থেকেই বোলিংয়ে আগুন ঝরাতে থাকেন। তাঁর বলেই প্রথমে আউট হন ট্র্যাভিস হেড, এরপর জশ ইনগ্লিস। আরশদীপের স্লোয়ার ও ইন-সুইং দুটোই ভয়ংকর ঠেকতে শুরু করেছিল অজিদের কাছে। পরে তিনি তুলে নেন মারকাস স্তোয়নিসকেও। ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলা অজি ব্যাটার প্যাভেলিয়নে ফিরতে বাধ্য হন। ৩৫ রানে ৩ উইকেট, আর তার জন্যই আরশদীপ শেষ পর্যন্ত পেলেন ম্যান অফ দ্য ম্যাচ (Player of the Match) পুরস্কার।

আরও পড়ুন- ভারত অধিনায়কের ব্যাটিংয়ে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকা, তাক লাগালেন পন্ত

Advertisment

অস্ট্রেলিয়ার ইনিংসে একাই লড়লেন টিম ডেভিড। মাত্র ৩৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসারদের ওপর ডেভিড অকথ্য তাণ্ডব চালান। বিশেষ করে অক্ষর প্যাটেল আর শিবম দুবের ওপর তাঁর ব্যাট যেন আগুন ছড়াচ্ছিল। একটা বল তো ১২৯ মিটার দূরত্বে গিয়ে প্যাভেলিয়নের ছাদের ওপর পড়েছে। তবে শেষ পর্যন্ত দুবেই তাঁকে তুলে নেন। তিলক বর্মার হাতে ধরা পড়েন ডেভিড। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত তোলে ১৮৬/৬, স্তোয়নিস করেন ৬৪ আর ম্যাথিউ শর্ট অপরাজিত থাকেন ২৬ রানে।

আরও পড়ুন-  ফিরলেন জেমিমা, বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করেন অভিষেক শর্মা—মাত্র তিন ওভারেই করেন ৩০ রান! কিন্তু নাথান এলিসের ঘণ্টায় ১৪৭ কিমি গতির বাউন্সারে তিনি ফিরতে বাধ্য হন। সুর্যকুমারও ঝলক দেখান ১১ বলে ২৪ রান করে, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। মাঝের ওভারে ম্যাচ খানিক হেলে যায় অস্ট্রেলিয়ার দিকে। তবুও শান্ত থেকে খেলেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। দু’জনের অপরাজিত ৪৩ রানের জুটি ভারতের জয় নিশ্চিত করে।

আরও পড়ুন- অবশেষে জয়ে ফিরল ভারত, অজিদের হারাল ৫ উইকেটে

ওয়াশিংটন যদিও একবলও করেননি, কিন্তু ব্যাট হাতে ছিলেন অসাধারণ। ২৩ বলে অপরাজিত ৪৯ রান, তাঁর কেরিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ টি২০ (T20I) ইনিংস। এলিস ও সন অ্যাবোটের বাউন্সারগুলোকে বারবার স্কোয়ার লেগে গ্যালারিতে পাঠিয়েছেন। এক ওভারে টানা দুই ছক্কা মেরে ম্যাচের গতি পুরোপুরি পালটে দেন সুন্দর। শেষদিকে স্তোয়নিসের বলকে সোজা ব্যাটে মাঠের বাইরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন। পাশে ছিলেন জিতেশ শর্মা, তিনি ১৩ বলে ২২ রানে অপরাজিত থেকে যান। 

আরও পড়ুন- মহিলা দলের সঙ্গে ৮৩-র টিম ইন্ডিয়ার তুলনা! রে-রে করে উঠলেন কপিল দেব

সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে সিডনিতে, যেখানে দুই দলই নতুন কম্বিনেশনে নামতে পারে। ভারতের জন্য এটি আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচ, বিশেষ করে বল হাতে আরশদীপ ও ব্যাট হাতে ওয়াশিংটনের মনভোলানো পারফরম্যান্সের পর। এবার সিডনির লড়াই তাই হাড্ডাহাড্ডি হবে। দুর্দান্ত কিছু দেখার আশায় এদিন থেকেই তাই মুখিয়ে দুই দলের সমর্থকরা।

Washington Sundar Arshdeep Singh