বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ! এমনটাই ভাবছেন ক্রিকেট ফ্যানেরা। চার বছর অন্তর একবার আসে ক্রিকেটের এই শো-পিস ইভেন্ট। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পরেই দেখা মেলে বাইশ গজের শ্রেষ্ঠ কার্নিভালের। কিন্তু ইংল্যান্ডে এই সময়টায় বৃষ্টি দাপট দেখায়। আর যার ফল ভোগ করছে চলতি বিশ্বকাপ। এবার জলের মধ্যেই খেলা হচ্ছে বৃষ্টিকাপ। রেইন ক্রিকেট বলেই বিষয়টাকে দেখছেন নেটিজেনরা। টুইটারে মিমের বন্যা বয়ে গেল। সেরকমই বাছাই করা মিম সাজিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।
শেষ দু'দিন বৃষ্টির জন্য কোনও ম্যাচ হয়নি বিশ্বকাপে। সাউথ্যাম্পটনে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ভেস্তে যাওয়ার পরদিন ব্রিস্টলেও শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ ধুয়ে যায়। অতীতে বৃষ্টি খেলার মাঝপথেও হামলা চালিয়েছিল। এখানেই শেষ নয়, টনটনে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী আগামিকাল নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচও বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে বলেই খবর।