Advertisment

অ্যাশেজে ভুলের পর ভুল, উইকিপিডিয়া বলছে জোয়েল উইলসন একজন 'অন্ধ' আম্পায়ার!

সদ্য়ই আইসিসি-র এলিট প্য়ানেলে এসেছেন আম্পায়ার জোয়েল উইলসন। কিন্ত প্রথম অ্যাশেজ টেস্টে তিনি একের পর এক ভুল করেছেন। বার্মিংহ্য়ামের এজবাস্টনে রিভিউ সিস্টেম বুঝেয়ি দিয়েছে যে, তাঁর মাঠে নেওয়া সিদ্ধান্তগুলো কত'টা ভুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashes Umpire Joel Wilson’s Wikipedia page edited to say he’s blind

অ্যাশেজে একের পর এক ভুল সিদ্ধান্ত, উইকিপিডিয়া বলছে জোয়েল উইলসন 'অন্ধ' আম্পায়ার

সদ্য়ই আইসিসি-র এলিট প্য়ানেলে এসেছেন আম্পায়ার জোয়েল উইলসন। কিন্ত প্রথম অ্যাশেজ টেস্টে তিনি একের পর এক ভুল করেছেন। বার্মিংহ্য়ামের এজবাস্টনে রিভিউ সিস্টেম বুঝেয়ি দিয়েছে যে, তাঁর মাঠে নেওয়া সিদ্ধান্তগুলো কত'টা ভুল।

Advertisment

সোশাল মিডিয়ার তোপের মুখে পড়েছেন জোয়েল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ৫২ বছরের এই আম্পায়ারের ওপর এক ক্রিকেট ফ্য়ান এতটাই রেগে গিয়েছেন যে, তিনি উইকিপিডিয়ায় গিয়ে তাঁর পেজটি এডিট করেন। সেখানে তাঁকে ইন্টারন্য়াশনাল ক্রিকেট আম্পায়ারের আগে শুধু 'ব্লাইন্ড' শব্দটা যোগ করে দিয়েছেন। মাঠে তিনি অন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছেন বোঝাতেই এই কাজ করেছে সেই ফ্য়ান। যদিও পরে ব্লাইন্ড শব্দটি তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাঁচ বছর আগেই ‘৩৭০’ নিয়ে ভবিষ্য়দ্বাণী করেছিলেন আর্চার! টুইটার বলছে তিনিই এ যুগের ‘বাবা’

publive-image

টুইটারেও জোয়েলের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। সেরকমই কয়েক'টা টুইট রইল এখানে। দেখে নিন কে কী বলছে তাঁকে!

শুধু জোয়েলই নন, আলিম দারও একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই ম্য়াচে। তাঁর বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

Advertisment