Advertisment

Ashish Nehra on Gautam Gambhir: গম্ভীর-ফ্যাক্টরেই নেতৃত্বে ছাঁটাই হার্দিক! মুখ খুলতে বাধ্য হলেন এবার আশিস নেহরা

Ashish Nehra on Hardik Pandya captaincy snub: হার্দিকের 'অবিচারে' মুখ খুললেন তাঁর-ই আইপিলের প্রাক্তন কোচ নেহরা

author-image
IE Bangla Sports Desk
New Update
Goutam Gambhir, Hardik Pandya, Ashish Nehra, গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া, আশিস নেহরা,

Goutam Gambhir-Hardik Pandya-Ashish Nehra: বামদিকে টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীর। ডানদিকে গুজরাট টাইটানসে অধিনায়ক থাকার সময় হার্দিক পান্ডিয়া ও কোচ আশিস নেহরা। (ছবি- টুইটার)

Ashish Nehra on Gautam Gambhir, Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবকে টি-২০ দলের ভারত অধিনায়ক নির্বাচিত করায় টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ গৌতম গম্ভীরকে একহাত নিলেন প্রাক্তন জাতীয় তারকা আশিস নেহরা। তিনি অভিযোগ করেছেন, 'নতুন কোচ এসেছেন', তাঁর জন্যই হার্দিককে অধিনায়ক করা হয়নি। এর আগে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে আশঙ্কা রয়েছে। সেই কারণেই তাঁকে টি-২০ জাতীয় দলের অধিনায়ক করা হয়নি। কিন্তু, সেই যুক্তিতে সারবত্তা খুঁজে পাচ্ছেন না গুজরাট টাইটানস কোচ আশিস নেহরা। তাঁর কোচিংয়ে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করেছেন। টি২০ ফরম্যাটের আইপিএলে হার্দিকের নেতৃত্বে গুজরাট প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়বার রানার্স।

Advertisment

তবে, সেসব পুরোনো ঘটনা। ইতিমধ্যেই শ্রীলঙ্কায় আসন্ন টি২০ সিরিজের দল ঘোষণা হয়েছে। সেখানে সূর্যকুমার যাদবকে টি২০ দলের অধিনায়ক করা হয়েছে। এই শ্রীলঙ্কা সিরিজ থেকে গৌতম গম্ভীরের জাতীয় কোচ হিসেবে কুশলতার পরীক্ষা শুরু হবে। বলতে গেলে, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। এই পরিস্থিতিতে নেহরা বলেছেন, 'আমি যদি ভুল না করি, শুধু ফিটনেস নিয়েই কথা বলি, তবে বলব যে অজিত আগরকার, গৌতম গম্ভীরই কয়েকদিন আগে বলেছিলেন, ও সব ফরম্যাটে খেলবে না। মানে, ও একটাই ফরম্যাট খেলবে। এমনকী, ৫০ ওভারের ফরম্যাটেও খেলবে না। এটা হার্দিক পান্ডিয়া বা যে কোনও কোচ বা অধিনায়কের কাছেই মেনে নেওয়াটা কঠিন। আমি একদম ব্যাপারটা অন্যভাবে ভাবছি।'

অলরাউন্ডার হার্দিক টি২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি ছিলেন। অর্থাৎ, টিম ইন্ডিয়ার সহকারি অধিনায়ক ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনালে রোহিত অ্যান্ড কোং-কে ক্যারিবীয় অঞ্চলে ট্রফি তুলতে সাহায্য করেছেন হার্দিক। অসাধারণ ফিনিশিং টাচ দিয়েছেন বলা যায়। শেষ ওভারে বল করতে নেমে সাদা বলের ভেলকিতে টিম ইন্ডিয়াকে জিতিয়ে দিয়েছেন। তাঁর সেই টি২০ বিশ্বকাপ বীরত্বের পরও, হার্দিক কিন্তু তাঁর সহ-অধিনায়কের পদ হারিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটার শুভমান গিলকে হার্দিকের বদলে ভারতীয় দলের সহকারি অধিনায়ক করা হয়েছে।

আরও পড়ুন- ‘গাল পাড়লে’ বাংলাদেশিদের ধুয়ে দিতে বলেন দ্রাবিড়! ‘গুরু’র বিস্ফোরক পরামর্শ খোলসা টিম ইন্ডিয়া তারকার

পান্ডিয়া শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলবেন। শুভমানকে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক (ODI) এবং টি২০ সিরিজ, উভয়েই ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে। এই প্রসঙ্গে নেহরা বলেন, 'এটা আশ্চর্যের কিছু নয়। ক্রিকেটে এসব হয়। কিন্তু, এটা একটু আশ্চর্যজনক যে হার্দিক পান্ডিয়া যিনি বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিলেন, তিনি তাঁর সেই জায়গাটা হারালেন। যখন এক নতুন কোচ জাতীয় দলের দায়িত্ব নিলেন, তারপর।' নেহরা জানিয়েছেন, এ যেন একটা নতুন চিন্তা ভারতের জাতীয় দলে ঢুকে আসা। অবশ্য প্রত্যেক কোচ, প্রত্যেক অধিনায়কের আলাদা চিন্তাভাবনা থাকেই। কথার ভাঁজে বিশেষ কিছু যেন ইঙ্গিত করতে চাইছেন জাতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার।

Sri Lanka Cricket News T20 Hardik Pandya Gautam Gambhir Indian Cricket Team Suryakumar Yadav
Advertisment