ভারতীয় ক্রিকেটে সাফল্যর আরেক নাম মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের দুই ফরম্যাটেই ভারতকে কাপ জিতিয়েছেন ধোনি। বিদেশের মাঠে বহু কঠিন ম্যাচে টিমকে জয়ের স্বাদ দিয়েছেন ক্যাপ্টেন কুল। কিন্তু ২০১৯ সালে থেকেই ধোনির অবসর ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ফের ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে উঠল মাহির অবসর প্রসঙ্গ।
ধোনির নেতৃত্বে খেলে আসা ফাস্ট বোলার আশিষ নেহরা বলেন যে মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে শেষ খেলা খেলে ফেলেছেন। প্রাক্তন ফাস্ট বোলারের কথায়, "আমি যতদূর ধোনিকে চিনি ভারতের হয়ে খুশি মনেই শেষ খেলা খেলে ফেলেছে। ধোনির নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই। আমাদের কাছেও না, মিডিয়ার কাছেও না। এখন এসব নিয়ে কথা হচ্ছে কারণ ও অবসর নিয়ে কিছু জানায়নি তাই। ওঁর মনের মধ্যে কী চলছে সেটা ওই ভালো বলতে পারবে।"
তবে কি আইপিএল-এ ধোনির পারফরম্যান্স কিছু বদল ঘটাবে না?
নেহেরা বলেন, "ধোনি এখন কেরিয়ারের যে পর্যায়ে আছে সেখানে আইপিএল-এ কিছু এসে যাবে না। আমি যদি কোচ, কিংবা সিলেক্টর হতাম আর ধোনি যদি খেলতে চাইত তবে আমার প্রথম পছন্দ ওই হত।" একদা ধোনির সতীর্থের মত শেষবারের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হারের সঙ্গে সঙ্গেই ধোনির অবসর গ্রহণের বিষয়টি চলে এসেছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন