Advertisment

দিন্দাকে দূরে রেখেই গুজরাতের বিরুদ্ধে দল সাজাল বাংলা

ফের একবার অশোক দিন্দাকে বাদ দিয়েই দল সাজাল বাংলা। আগামী ৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির এলিট গ্রুপে গুজরাতের মুখোমুখি হচ্ছে বঙ্গ ব্রিগেড। সেই ম্য়াচের জন্য় ১৬ সদস্য়ের দল বেছে নেওয়া হয়েছে দিন্দাকে বাইরে রেখেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Ashok Dinda out of Ranji Trophy squad against Gujarat

দিন্দাকে দূরে রেখেই গুজরাতের বিরুদ্ধে দল সাজাল বাংলা

ফের একবার অশোক দিন্দাকে বাদ দিয়েই দল সাজাল বাংলা। আগামী ৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির এলিট গ্রুপে গুজরাতের মুখোমুখি হচ্ছে বঙ্গ ব্রিগেড। সেই ম্য়াচের জন্য় ১৬ সদস্য়ের দল বেছে নেওয়া হয়েছে দিন্দাকে বাইরে রেখেই।

Advertisment

বাংলার পেস বিভাগের পুরোধা দিন্দার ১১৬টি প্রথম শ্রেণির ম্য়াচে রয়েছে ৪২০টি উইকেট। চলতি রঞ্জিতে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রাক-ম্য়াচ প্রস্তুতিতে বিতর্কে জড়ান দিন্দা।

আরও পড়ুন-রণদেব বসুকে ‘গালিগালাজ’ করে বাংলা দল থেকে ছাঁটাই হলেন অশোক দিন্দা

বাংলার বোলিং কোচ রণদেব বসুকে গালিগালাজ করেন তিনি। এরপর দিন্দাকে সিএবি-র সচিব বলেছিলেন রণদেবের কাছে ক্ষমা চাইতে। কিন্তু সেই পথে হাঁটেননি মেদিনীপুরের ৩৫ বছরের ক্রিকেটার।এরপর সন্ধ্য়ায় সিএবি-র বৈঠকে দিন্দাকে দল থেকে বাদ দেওয়া হয়।

শূঙ্খলাজনিত কারণেই এই সিদ্ধান্ত বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।গুজরাতের বিরুদ্ধে দল বেছে নেওয়ার পর সিএবি-র যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলছেন, “টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্তেই নির্বাচকরা দিন্দাকে বাদ দিয়ে দল করার কথা ভেবেছে।"

অন্যদিকে ফর্মের সঙ্গে লড়াই করা সুদীপ চট্টোপাধ্য়ায়ের বদলে দলে এসেছেন বাঁ-হাতি ব্য়াটসম্য়ান কাজি জুনেইদ সফি। এলিট ক্রুস পুলে বাংলা ন পয়েন্ট নিয়ে সাতে নেমে এসেছে।

বাংলা স্কোয়াড: অভিমুণ্য ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক রমন, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অর্ণব নন্দী, ঋত্বিক রায়চৌধুরি, ইশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি, আকাশ দীপ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত, অয়ণ ভট্টাচার্য ও কাজি জুনেইদ সইফি।

cricket Cricket Association Of Bengal
Advertisment