Ashwani Kumar: চালালেন ধ্বংসলীলা, একাই দুরমুশ করলেন কলকাতাকে! তবুও নির্বিকার অশ্বিনী

Ashwani Kumar 4 Wickets: কে বলবে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ ম্য়াচ খেলছেন তিনি। গোটা ম্য়াচজুড়ে অকুতোভয় বোলিং করলেন তিনি। তিন ওভারে ২৪ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেন।

Ashwani Kumar 4 Wickets: কে বলবে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ ম্য়াচ খেলছেন তিনি। গোটা ম্য়াচজুড়ে অকুতোভয় বোলিং করলেন তিনি। তিন ওভারে ২৪ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ashwani Kumar 1

চার উইকেট শিকার করলেন অশ্বিনী কুমার

ল্যাটিন ভাষায় একটি জনপ্রিয় প্রবচন রয়েছে, 'ভিনি-ভিডি-ভিসি'। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় এলেন, দেখলেন এবং জয় করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians vs Kolkata Knight Riders) তরুণ ক্রিকেটার অশ্বিনী কুমারের (Ashwani Kumar) জন্য একদম এই উপমাই প্রযোজ্য। কে বলবে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ ম্য়াচ খেলছেন তিনি। গোটা ম্য়াচজুড়ে অকুতোভয় বোলিং করলেন তিনি। তিন ওভারে ২৪ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করেন।

Advertisment

এই ম্য়াচের (IPL 2025) আগে অনেকেই ফ্যান্টাসি টিম তৈরি করেছিলেন। কিন্তু, কেউ হয়ত পঞ্জাবের এই বোলারকে নিজেদের দলে রাখেননি। রাখার কোনও কথাও ছিল না। কারণ, এ তো বিনা মেঘেই বজ্রপাতের সামিল। ডেবিউ ম্য়াচের প্রথম বলে যখন তিনি উইকেট শিকার করেন, তখন সবাই বেশ নড়েচড়ে বসেন। শুরু হয় আলোচনা। কিন্তু, তখন আর কেই বা জানত যে 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত'। খেলার বয়স যত এগোয়, ততই অশ্বিনী কুমার ভয়ঙ্কর হয়ে ওঠেন। এই তালিকায় নাম রয়েছে কেকেআর (KKR vs MI) তারকাদের - অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে এবং আন্দ্রে রাসেলের। আর সেকারণেই কলকাতা মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়।

ইনিংসের বিরতিতে অশ্বিনী বললেন, 'খুব ভালো লাগছে। শুরুর দিকে একটু চাপ লাগছিল বটে, কিন্তু এই দলের পরিবেশ যাবতীয় চাপ হালকা করে দিয়েছে। যত চাপ বেড়েছে, ততই কলা খেয়েছি। যাতে খিদে না পায় (হাসি)। এই ম্য়াচ শুরুর আগে আমি বেশ কিছু পরিকল্পনা করছিলাম। কিন্তু, ম্য়ানেজমেন্ট আমাকে স্পষ্ট জানিয়ে দেয় কোনও পরিকল্পনার প্রয়োজন নেই। শুধুমাত্র খেলাটা উপভোগ করার পরামর্শ দেওয়া হয়।' 

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'হার্দিক ভাই আমাকে শর্ট বল করতে বলেছিল। একেবারে ব্যাটারের শরীরের দিকে। আর সেই পরামর্শ মেনেই আমি একের পর এক উইকেট শিকার করতে পেরেছি। আশা করি, আজ আমার গ্রামে সকলেই খেলাটা দেখছে। আমার অভিষেকের জন্য ওঁরা এতদিন ধরে আমার অভিষেকের জন্য অপেক্ষা করছে। ঈশ্বরের আশীর্বাদে আজ সেই সুযোগটা আমি পেয়েছি।'

IPL 2025 Mumbai Indians vs Kolkata Knight Riders KKR vs MI Ashwani Kumar