Advertisment

চৌষট্টি খোপে কম্পিউটারকে হারিয়ে ক্লান্ত অশ্বিন, হতাশায় করলেন অন্য়রকম টুইট

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্য়ে আর অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল দাবাটাও খেলেন দুর্দান্ত। কিন্তু এবার অশ্বিন দাবা খেলতে গিয়ে বিষোদগার উগরে দিলেন কম্পিউটারের ওপর। টুইট করে জানালেন সেই কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
 Ashwin says playing chess against comptuer is too easy, demands challenge

চৌষট্টি খোপে কম্পিউটারকে হারিয়ে ক্লান্ত অশ্বিন, হতাশায় করলেন অন্য়রকম টুইট

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্য়ে আর অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল দাবাটাও খেলেন দুর্দান্ত। কিন্তু এবার অশ্বিন দাবা খেলতে গিয়ে বিষোদগার উগরে দিলেন কম্পিউটারের ওপর। টুইট করে জানালেন সেই কথা।

Advertisment

চেন্নাইয়ের স্পিনার কম্পিউটারের সঙ্গে দাবা খেলায় ক্রমাগত জিতে ক্লান্ত। এই খেলার মান এতটাই সহজ যে অশ্বিন খেলতে খেলতে ঘুমিয়েই পড়ছেন। চাইছেন খেলাটা হোক চ্য়ালেঞ্জিং। তিনি লিখলেন, "কম্পিউটারের বিরুদ্ধে দাবা খেলাটা অত্য়ন্ত সহজ। আমি ঘুমিয়েই পড়ছি খেলতে খেলতে। দয়া করে কেউ এসে খেলাটাকে একটু চ্য়ালেঞ্জিং করে দেবেন?"

আরও পড়ুন-এক দশকের সেরা একাদশ: টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে ক্য়াপ্টেন ধোনি

কিছুদিন আগেই দুরন্ত খবর পেয়েছেন অশ্বিন। শেষ এক দশকের সেরা টেস্ট টিম ঘোষণা করেছিল স্পোর্টস সাইট উইজডেন। সেই দলে একমাত্র জায়গা করে নিয়েছিলেন দুই ভারতীয় ক্রিকেটার-বিরাট কোহলি ও আর অশ্বিন।

এমনকী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও সৌরভের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন শেষ দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট পেয়েও অলক্ষ্য়েই থেকে যায় অশ্বিন।

Advertisment