India vs Afghanistan Live Streaming: ভারত বনাম আফগানিস্তান ম্যাচ, কোথায় আর কখন দেখবেন?

Asia Cup 2018, India vs Afghanistan Cricket Match Live Streaming Online: এই সিরিজে শুরু থেকেই ভারত দুরন্ত ফর্মে রয়েছে। ব্যাটিং-বোলিংয়ের অলরাউন্ড পারফরম্যান্সেই বাজিমাত করেছে। আফগানিস্তান চাইবে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে।

Asia Cup 2018, India vs Afghanistan Cricket Match Live Streaming Online: এই সিরিজে শুরু থেকেই ভারত দুরন্ত ফর্মে রয়েছে। ব্যাটিং-বোলিংয়ের অলরাউন্ড পারফরম্যান্সেই বাজিমাত করেছে। আফগানিস্তান চাইবে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে।

author-image
IE Bangla Web Desk
New Update
When and Where to Watch Asia Cup 2018 India vs Afghanistan Match Online Streaming

When and Where to Watch Asia Cup 2018 India vs Afghanistan Match Online Streaming:ভারত বনাম আফগানিস্তান ম্যাচ, কোথায় আর কখন দেখবেন?

Asia Cup 2018, India vs Afghanistan ODI Match Online  Live Streaming Online: এশিয়া কাপে সুপার ফোরের পর পর দুটো ম্যাচ জিতে কার্যত ফাইনালে চলে গিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। রবিবার পাকিস্তানকে ন’উইকেটে হারিয়েই ফাইনালের দরজায় টোকা মেরেছে ভারত। আফগানিস্তান ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে সুযোগ থাকবে রিজার্ভ বেঞ্চ পরখ করে দেখার। দীপক চাহারকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। অন্যদিকে বাংলাদেশের কাছে শেষ বলের থ্রিলারে হেরে টুর্নামেন্টে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে আফগানিস্তানের।

Advertisment

ভারত যেমন সুপার ফোরের শেষ দু’টো ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে। ঠিক তেমনই রশিদ খানরা শেষ দু’টো ম্যাচের শেষ ওভারে এসেই হেরেছে।এই সিরিজে শুরু থেকেই ভারত দুরন্ত ফর্মে রয়েছে। ব্যাটিং-বোলিংয়ের অলরাউন্ড পারফরম্যান্সেই বাজিমাত করেছে। আফগানিস্তান এখন চাইবে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে। আফগানিস্তান এই টুর্নামেন্টে প্রমাণ করেছে যে তাদের মধ্যে সম্ভাবনা আছে। কিন্তু অল্পের জন্য বিদায় নিতে হয়েছে আফগানদের। সম্মান ফেরানোর লড়াইয়ের ম্যাচ হবে এটা তাদের কাছে।

India vs Afghanistan Cricket ODI Match Live Streaming

Advertisment

হাই ভোল্টেজ ভারত-আফগানিস্তান ম্যাচের সম্প্রচার নিয়ে সমস্ত খুঁটিনাটি দেখে নিন।

When and where to watch Asia Cup India vs Afghanistan ODI Cricket Match online and Live Streaming

ভারত বনাম আফগানিস্তানের খেলা কবে?

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ।

.ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম আফগানিস্তানের এশিয়া কাপের এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

ম্যাচ কখন শুরু?

ভারত বনাম আফগানিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

কোন কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

সরাসরি ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস ১ এবং ১ এইচ ডি, সিলেক্ট ১ ও সিলেক্ট ১ এইচ ডি-তে এবং হিন্দি ১ ও হিন্দি ১ এইচ ডি-তে।

অনলাইনে ম্যাচ দেখা যাবে কীভাবে?

হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে এই সাইটে অর্থাৎ https://bengali.indianexpress.com/ – এ।