Advertisment

ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবেন না শাকিব

দেশে ফিরে এলেন বাংলাদেশের অল-রাউন্ডার শাকিব আল হাসান। দীর্ঘদিনের আঙুলের চোট ফের মাথা চাড়া দিয়েছে তাঁর। ফলে ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shakib Al Hasan

ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবেন না শাকিব

দেশে ফিরে এলেন বাংলাদেশের অল-রাউন্ডার শাকিব আল হাসান। দীর্ঘদিনের আঙুলের চোট ফের মাথা চাড়া দিয়েছে তাঁর। ফলে ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।

Advertisment

বুধবার পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে ভারতের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাকা করেছে মাশরাফি মোর্তাজার দল। আর এইদিনই ঢাকায় ফেরার বিমান ধরেন শাকিব। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অপারেশনসের চেয়ারম্যান আক্রম খান জানিয়েছেন যে, শাকিব চার থেকে ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না।ফলে ঘরের মাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা হবে না তাঁর।

আরও পড়ুন: এক হাতে ব্যাট করলেন তামিম, খেলা হবে না এশিয়া কাপ

শাকিবের চোটের প্রসঙ্গে আক্রম বললেন, “শেষ কয়েকদিনে শাকিবের ব্যাথাটা খুবই বেড়েছে। আমাদের ফিজিও (থিহান চন্দ্রমোহন) ওকে মাঠে নামানোর সবরকম চেষ্টা করেছিল। কিন্তু ব্যাথা এতটাই বেশি যে সেটা সম্ভব হয়নি। আমি শাকিবকে ধন্যবাদ জানাব ও  প্রথম চারটে ম্যাচ যেভাবে ব্যাথা নিয়েই খেলল। এখন চার থেকে ছয় সপ্তাহ ও মাঠে নামতে পারবে না।”

শাকিব ঘরের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে খেলা। সম্ভবত শাকিবকে এবার অস্ত্রোপচার করাতে হতে পারে। বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, শাকিব ঢাকায় আসলেই তাঁর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। এরকম যন্ত্রণা নিয়ে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব।

এবার এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ তাদের স্টার ওপেনার তামিম ইকবালকে হারিয়েছিল। সুরঙ্গ লকমলের ডেলিভারিতে কবজিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

Advertisment