Advertisment

ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার লক্ষ্য এই পাক পেসারের

আর দিক দু’দিন পরেই পাকিস্তান নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। হংকংয়ের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে উসমানের। এখন ভারতের পাঁচটি উইকেট নেওয়াই তাঁর লক্ষ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Usman Shinwari

উসমান খান শিনওয়ারিকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

হংকংকে আট উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে পাকিস্তান। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নজর কেড়েছেন পাক পেসার উসমান খান শিনওয়ারি। আট ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচ করে তিন উইকেট পেয়েছেন তিনি। একটি মেডেন ওভারও নিয়েছেন তিনি।

Advertisment

আর দিক দু’দিন পরেই পাকিস্তান নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। হংকংয়ের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে উসমানের। এখন ভারতের পাঁচটি উইকেট নেওয়াই তাঁর লক্ষ্য। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন খান। তিনি বললেন, “ভারত এক নম্বর দল। অসাধারণ সব প্লেয়াররা আছে দলে। কিন্তু ভারত-পাকিস্তান এমন একটা ম্যাচ যেখানে দর্শকদের উত্তেজনাও থাকে চরমে। এই ম্যাচে ভাল পারফর্ম করতে মুখিয়ে আছি আমি। আশা করছি ওদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিতে পারব। দুবাইয়ের পিচে খেলে আমরা অভ্যস্ত। এটা আমাদের কাছে অ্যাডভান্টেজ।”

আরও পড়ুন: কোহলিহীন ভারত চাপে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে: হাসান আলি

Advertisment

পাকিস্তানের জার্সিতে মাত্র সাতটি ওয়ান-ডে ম্যাচ খেলে ১৮টি উইকেট পেয়েছেন খান। তাঁর মতে স্লো পিচে ফাস্ট বোলারদের মধ্যে লড়াই হবে এই প্রতিযোগিতায়। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিন উইকেট নেওয়া পাক পেসার হাসান আলি আবার বলেছিলেন যে, কোহলিহীন ভারত তাঁদের বিরুদ্ধে চাপে থাকবে।

Advertisment