রবিবারই ধুন্ধুমার মহারণ। ভারত বনাম পাকিস্তান। সেই চিরচেনা যুদ্ধের মেজাজ। মরু শহরে ফের একবার চেনা ক্রিকেটের মেজাজ। গত বছরে টি২০ বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের ময়দানে প্ৰথমবার হারানোর স্বাদ পেয়েছিল পাকিস্তান।
ভারতের কাছে রবিবারের মহারণ তাই অনেকটা প্রতিহিংসার ম্যাচ। প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তবে গত এক বছরে ভারতীয় ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটেছে। বিরাট কোহলির নেতৃত্ব জমানা খতম হয়েছে। তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে অবতীর্ণ হয়েছেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া স্বমহিমায় ফিরে এসেছেন।
আরও পড়ুন: IPL-এ চাকরি হারাতে চলেছেন কুম্বলে! বিরাট ঘোষণা আসতে চলেছে শীঘ্রই
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ কবে?
ভারত বনাম এশিয়া কাপের ম্যাচ রবিবার, ২৮ অগাস্ট।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম এশিয়া কাপের ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম এশিয়া কাপের ম্যাচ সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে। ম্যাচ শুরু সন্ধে ৭টায়।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্প্রচারিত হবে?
ভারত বনাম পাকিস্তান স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, এবং স্টার স্পোর্টস এইচডি চ্যানেলে সম্প্রচারিত হবে।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এছাড়াও লাইভ স্ট্রিমিংয়ের জন্য নজর রাখুন www.indianexpress.com/sports-এ