সদ্যজাত সন্তানের পিতা হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। সেই ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে। শুক্রবার ভারতের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছে না তারকা উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে। পরিবারের সঙ্গে থাকার জন্য দেশে ফিরে আসছেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন-এর প্রধান জালাল ইউনুস এক বিবৃতিতে জানিয়েছেন, "মুশফিকুর জানিয়েছেন, ওঁর স্ত্রী ধীরে ধীরে সেরে উঠছেন। উনি জানিয়েছেন, এই সময়ে স্ত্রী এবং সদ্যোজাতের সঙ্গে ওঁর থাকা প্রয়োজন। ওঁর পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতের বিপক্ষে ম্যাচে ওঁকে ছাড় দেওয়া হয়েছে।"
বাংলাদেশে ভারত ম্যাচের আগেই পাড়ি দিয়েছিলেন মুশফিকুর। সদ্যজাতের পাশে থাকতে। প্ৰথমে ঠিক ছিল ভারত ম্যাচের আগেই কলম্বোয় জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তবে আপাতত তিনি ঢাকাতেই থাকছেন।
পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ ইতিমধ্যেই ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আপাতত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারত ইতিমধ্যেই পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে প্ৰথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গিয়েছে। স্রেফ সম্মান রক্ষার জন্যই মাঠে নামবে টাইগাররা।