এশিয়া কাপের সুপার ফোর ম্যাচের জন্য পুরোদস্তুর প্রস্তুত ভারতীয় দল। রবিবার ভারত সুপার ফোর অভিযান শুরু করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান বর্তমানে বিশ্বের একনম্বর দল। এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বেও দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছিল। তবে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল পুরো ম্যাচ। রবিবার অবশ্য রিজার্ভ ডে-কে সঙ্গী করে সুপার ফোরে নামছে দুই দল।
গ্রুপ পর্বে ভারতের ব্যাটিংকে আরও একবার নাস্তানাবুদ করেন শাহিন আফ্রিদি। পাক বোলারদের সামনে ভারতের ব্যাটিংয়ের দুরবস্থা আরও একবার প্রকট হয়েছিল। তিন পাক পেসার মিলেই ভারতীয় ব্যাটিংকে অলআউট করে দেন। শাহিন আফ্রিদির চার উইকেটের পাশাপাশি তিনটে করে উইকেট নেন হ্যারিস রউফ এবং নাসিম শাহ।
সবথেকে বিধ্বংসী ছিলেন আফ্রিদি। ১০ ওভারে মাত্র ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মাকে সাততাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতীয় ব্যাটিংকে ঝটকা দেন তিনি।
সংবাদসংস্থায় রবিবার মেগা ম্যাচে নামার আগে শাহিন ভারতকে কার্যত হুঙ্কার দিয়েই জানাচ্ছেন, সেরাটা আসতে এখনও বাকি রয়েছে। "ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচই স্পেশাল। অনুর্দ্ধ-১৬ ক্রিকেটে খেলা শুরুর আগে সমর্থক হিসাবে এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম। ভারতের বিপক্ষে আগের ম্যাচের স্পেল-ই সেরা কিনা, তা বলতে পারব না। কারণ সেরাটা এখনও বাকি রয়েছে।" বলছেন তিনি।
গতির সঙ্গে বল মুভ করাতে পারেন অবলীলায়। আর ছয় ফুটের বেশি উচ্চতা হওয়া পিচের সাহায্যও পেয়ে থাকেন তারকা পেসার। তবে শাহিন জানাচ্ছেন, "পাকিস্তানের হয়ে এই বয়সে সমস্ত ফরম্যাটে খেললে এমন পারফরম্যান্স প্রত্যাশিত।"
হ্যারিস রউফ এবং নাসিম শাহের সঙ্গে তাঁর যোগাযোগ বেশ ভালো, সেই বিষয় উল্লেখ করে পাক স্পিডস্টার বলেছেন, "হ্যারিস আমাদের থেকে গতিময়। নাসিম আর আমি শুরুর দিকে ব্রেক থ্রু দিতে চাই।"