Advertisment

ভারত বিরোধী স্লোগান এশিয়া কাপে! 'জামার হাতা গুটিয়ে শুটিয়ে লাল' করলেন গম্ভীর, দেখুন বিধ্বংসী ভিডিও

ভারতকে অসম্মানের হাত থেকে বাঁচালেন গম্ভীর, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
gambhir

এশিয়া কাপে শিরোনামে গম্ভীর

এশিয়া কাপের মঞ্চে ফের বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন গৌতম গম্ভীর। যেখানেই যান তিনিই শিরোনামে থাকেন। খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও গৌতম গম্ভীর আলোচনার মধ্যবিন্দুতে থাকেন। আইপিএলে কোহলির সঙ্গে সংঘাতে 'হেডলাইন' হয়েছিলেন। এবার এশিয়া কাপে ধারাভাষ্য করতে এসেও একই ভাবে আলোচনায় তিনি।

Advertisment

কী হয়েছিল? নেপাল ম্যাচে গম্ভীর মাঠে ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন। কমেন্ট্রি বক্সে ফিরে যাওয়ার সময় গম্ভীর হঠাৎই দর্শকদের 'হল্লার' সামনে পড়ে যান। গম্ভীরকে সামনে দেখেই দর্শকরা 'কোহলি, কোহলি', 'ধোনি, ধোনি' বলে চিৎকার করতে থাকেন। তারপরেই আচমকা মেজাজ হারিয়ে মাঝের আঙ্গুল প্রদর্শন করে বসেন জাতীয় দলের প্রাক্তন তারকা।

এমনিতেই কোহলি, ধোনির সঙ্গে গম্ভীরের ব্যক্তিগত সম্পর্ক ভাল নয়। ধোনিকে যেভাবে ভারতীয় ক্রিকেটে 'মহানায়ক' হিসাবে দেখানো হয়, তার ঘোরতর বিরোধী তিনি। ২০১১ ওয়ার্ল্ড কাপে ধোনি ছক্কা মেরে ভারতকে ফাইনালে জেতান। তারপর ভারতের বিশ্বকাপ জয়ের যাবতীয় লাইমলাইটে ধোনি উঠে আসেন। গম্ভীর একাধিকবার বলেছেন, ধোনির কৃতিত্বকে উঁচিয়ে ধরতে গিয়ে যেভাবে বাকিদের কীর্তিকে খর্ব করা হয়েছে, তা মোটেই ঠিক নয়। গম্ভীর নিজের উদাহরণ টেনে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে, সোশ্যাল মিডিয়ায় বলেছেন তিনি নিজেও সেই ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। ধোনির সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ালেও ধোনির কিংবদন্তি স্ট্যাটাস প্রাপ্তিতে ঘোরতর আপত্তি রয়েছে গম্ভীরের।

অন্যদিকে, কোহলির সঙ্গে মাঠে একাধিকবার লেগে গিয়েছে গম্ভীরের। কেকেআরের ক্যাপ্টেন হিসাবে আরসিবির তরুণ কোহলির সঙ্গে সংঘাত যেমন দেখেছে আইপিএল দুনিয়া, তেমন সেই সংঘর্ষের নতুন সংযোজন কয়েক মাস আগে শেষ হওয়া আইপিএল। যেখানে লখনৌয়ের মেন্টর হিসাবে গম্ভীর সরাসরি তেড়ে যান কোহলির দিকে।

এবার সেই সম্পর্কের তিক্ততার নতুন মশলা হিসাবে আবির্ভাব ঘটল এশিয়া কাপের ঘটনা।

ঘটনা হল, প্রথমে ক্রিকেট দুনিয়ার ধারণা ছিল কোহলি, ধোনি বিদ্বেষ থেকেই হয়ত আপত্তিজনক কাণ্ড করেছেন গম্ভীর। তবে ঘটনা আদৌ তা নয়। আসলে স্টেডিয়ামে গম্ভীরকে দেখেই দর্শকদের একাংশ ভারত-বিরোধী স্লোগান তুলছিল। তখনই গম্ভীর মধ্যাঙ্গুল দেখান। এমনটাই জানিয়েছেন তিনি।

নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, "একটা মিথ্যা গোটা পৃথিবীর অর্ধেকটা ঘুরে আসতে পারে। অন্যদিকে, সত্যিটা জুতোয় চাপা থাকে। যা মনে হচ্ছে, বিষয়টি মোটেই সেরকম নয়। আমি যা প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটা যেকোন ভারতীয়ই করবে, যখন দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়। আমি আমার দেশ, প্লেয়ারদের ভালবাসি।"

Asia Cup Indian Cricket Team Gautam Gambhir
Advertisment