Advertisment

অনেকে তো একবারও IPL জেতেনি! জয়ের মঞ্চেই কোহলিকে ফের 'গা জ্বালানো' তির গম্ভীরের

রোহিতের প্রশংসা করতে গিয়েই কোহলিকে খোঁচা গম্ভীরের

author-image
IE Bangla Sports Desk
New Update
gambhir-kohli

গম্ভীর এবং কোহলি- পরস্পর যুযুধান (টুইটার)

বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর দ্বৈরথ বোধহয় শেষ হওয়ার নয়। সেই আইপিএল থেকে ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়েছিল। তারপর একাধিকবার কোহলির বিরুদ্ধে মুখ খুলেছেন আফগান তারকা নভিন উল হক, গম্ভীর। এমনকি পাক ক্রিকেটারদের সঙ্গে কোহলির সৌজন্যমূলক আচরণকেও একহাত নিয়েছিলেন গম্ভীর।

Advertisment

এবার ভারত চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চেই কটাক্ষ ছুড়ে দিলেন বাঁ হাতি তারকা। সরাসরি কোহলির নাম না করেও একহাত নিলেন টিম ইন্ডিয়ার বর্তমান পোস্টার বয়কে। রবিবার ভারত কার্যত ছেলেখেলা করে শ্রীলঙ্কাকে হারিয়েছে। মহম্মদ সিরাজের আগুনে স্পেলের কোনও কুলকিনারা পায়নি লঙ্কানরা। মাত্র ২১ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছেন সিরাজ। ৫১ রানের টার্গেট ভারত পৌঁছে যায় মাত্র ৬ ওভারের মধ্যে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য নয়! মুখরক্ষা হতেই ফাইনালের মঞ্চে কোটি কোটির পুরস্কার জয় শাহের

প্ৰথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়। পাঁচজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। পরের মাসে ওয়ানডে বিশ্বকাপের আগে এই জয় ভারতের প্রবল আত্মবিশ্বাস জুগিয়ে গেল।

আর এই নিয়ে ক্যাপ্টেন হিসাবে দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেন রোহিত। ক্যাপ্টেন রোহিতকে প্রশংসায় ভাসিয়ে গম্ভীর বলে দিলেন, "অধিনায়ক হিসেবে রোহিতের ওপর কখনই কোনও সংশয় ছিল না। ও পাঁচবার আইপিএল জিতেছে। অনেকে তো একবার-ও জিততে পারেনি।"

এমন মন্তব্যের পরেই ক্রিকেট মহলের আলোচনা শুরু হয়েছে, তাহলে কি পরোক্ষে কোহলিকেই খোঁচা দিলেন গম্ভীর। ক্যাপ্টেন থাকাকালীন কোহলি জাতীয় দলের হয়ে যেমন কোনও মাল্টি-নেশন ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি, তেমন টানা আরসিবির অধিনায়ক হয়েও আইপিএল খেতাব জেতেননি কখনও।

আরও পড়ুন: লক্ষ টাকার পুরস্কার নিলেন না সিরাজ! মাঠের মতই মাঠের বাইরেও চ্যাম্পিয়ন সিরাজ

যাইহোক, জয়ের মঞ্চে ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করলেও গম্ভীর অবশ্য বিশ্বকাপের আগে ভারতকে সতর্ক করেছেন। সম্প্রচারকারী স্টার স্পোর্টস-এ তিনি বলে দিয়েছেন, "রোহিতের আসল পরীক্ষা ১৫ দিন পর শুরু হবে। তোমার হাতে এখন ১৫-১৮ জন সেরা প্লেয়ার রয়েছে। এরপরেও যদি ওঁরা পারফর্ম করতে না পারে, তাহলে তো প্রশ্ন উঠবেই!"

"ক্যাপ্টেন যদি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারে প্রত্যেক ওয়ার্ল্ড কাপের পরেই প্রশ্ন ওঠে। বিরাট কোহলি নিজেও এই ঘটনার সম্মুখীন হয়েছে। এমনকি ২০০৭-এ রাহুল দ্রাবিড়কেও এই বিষয়ের মুখোমুখি হতে হয়েছে। এবারেও যদি একই ঘটনা হল, রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তবে এই দলের ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত পৌঁছনোর দক্ষতা রয়েছে।"

দুর্ধর্ষ জয়ের পর রোহিত শর্মাও জানিয়ে দিয়েছেন, এই জয় বহুদিন তিনি মনে রেখে দেবেন, "ফাইনালে পৌঁছে এরকম পারফরম্যান্স। এটা গ্রেট ফাইনাল হয়ে থাকল। দলের মানসিক কাঠিন্য এতেই বোঝা গেল। একর্ম নিখুঁত পারফরম্যান্স। এরকম পারফরম্যান্স বহুদিন মনে থাকবে।"

Indian Team Asia Cup Virat Kohli Rohit Sharma Gautam Gambhir Indian Cricket Team
Advertisment