India vs Pakistan Asia Cup 2023 Live Streaming: ওয়ানডেতে শেষ চার বছরে প্ৰথমবার ভারত-পাক মুখোমুখি হতে চলেছে শনিবার। পাল্লাকেলেতে এশিয়া কাপে। শেষবার ভারত-পাক ওয়ানডে খেলা হয়েছিল ২০১৯-এ ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের মঞ্চে। যেখানে ভারত পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল ৮৯ রানের বিশাল ব্যবধানে।
হেড টু হেড পরিসংখ্যানে ভারত শেষ পাঁচ ম্যাচে ৪-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। একমাত্র হার ২০১৭-য় ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। বুধবার ভারত ক্যান্ডিতে পৌঁছেছে। তবে বৃহস্পতিবার অনুশীলন করেনি টিম ইন্ডিয়া। শুক্রবার রাতে ভারতের অনুশীলন করার কথা।
ক্যান্ডিতে আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই শনিবার ভারত-পাক ম্যাচ পুরোদমে হওয়া নিয়ে জোরালো সংশয় রয়েছে।
ম্যাচের বিস্তারিত বিবরণ জেনে নিন:
গ্রুপ-এ'তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে?
India vs Pakistan Asia Cup 2023 Group A ম্যাচ শনিবার, ২ সেপ্টেম্বর।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ ক্যান্ডির পাল্লাকেলে ক্রিকেট স্টেডিয়ামে হবে।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ-এ'র ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম পাকিস্তান গ্রুপ-এ'র ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর-৩টায় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে, ২.৩০-এ।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ-এ'র ম্যাচ কোন চ্যানেলে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি হটস্টার-এ ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।