Advertisment

শনিবার হয়ত হবে না ভারত-পাক ম্যাচ! বড় দুঃসংবাদ ভেসে এল শ্রীলঙ্কা থেকে

ব্যাপক দুঃসংবাদ ভারত-পাক ক্রিকেট মহলে

author-image
IE Bangla Sports Desk
New Update
india-pakistan

ভারত-পাক দুই দ্বৈরথেই রয়েছে বৃষ্টির হাতছানি

আর ৪৮ ঘন্টা পরেই এশিয়া কাপের ব্লকবাস্টার দ্বৈরথ। তবে পাল্লাকেলেতে সেই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে এখনই কালো মেঘের ঘনঘটা। বৃষ্টিতে ভেস্তে যেতে পারে এশিয়া কাপের এল ক্ল্যাসিকো। বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ, এবং শনিবার ভারত-পাক দুই দ্বৈরথেই রয়েছে বৃষ্টির হাতছানি। আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, ভারত-পাক ম্যাচে ৯০ শতাংশ বৃষ্টির হাতছানি রয়েছে।

Advertisment

বুধবারই টানা বৃষ্টি হয়েছে শ্রীলঙ্কায়। পাল্লাকেলেতে সূর্যের মুখ দেখতেই পাওয়া যায়নি। মঙ্গলবারও একই আবহাওয়া সঙ্গী থেকেছিল। ক্যান্ডি থেকে পাল্লাকেলে আধঘন্টার পথ। সেই পথে অজস্র ভেন্ডার এমনিতে ডাব বিক্রি করেন। তবে গত কয়েকদিন সেই ভেন্ডররাই ছাতা বিক্রি করছেন।

অগাস্ট-সেপ্টেম্বরে সাধারণত ক্রিকেট সূচি রাখা হয়না শ্রীলঙ্কায়। ধার-কর্জে জর্জরিত শ্রীলঙ্কান বোর্ডও এই সূচি এগিয়ে রাখে। তবে এবার ভারতীয় বোর্ডের চাপে হাইব্রিড মডেলে হচ্ছে এশিয়া কাপের আয়োজন। জানা যাচ্ছে শ্রীলঙ্কা বোর্ড প্রথমে গোটা টুর্নামেন্ট ডাম্বুলায় আয়োজন করতে চেয়েছিল। যে অঞ্চল সাধারণত বৃষ্টির ছোঁয়াচ থেকে মুক্ত থাকে বছরের অধিকাংশ সময়। তবে জানা যাচ্ছে, ভারতীয় দল ডাম্বুলায় খেলতে আপত্তি জানিয়েছিল। ২০১০-এর পর ভারত ডাম্বুলায় আর পা রাখেনি।

তারপরে পাল্লাকেলে এবং কলম্বো চিত্রে আসে। তবে পাল্লাকেলেতে আপাতত পোহা সিজন চলছে। উৎসবের মেজাজ। সেই মেজাজেই বাড়তি আকর্ষণ হতে পারত ভারত-পাক ম্যাচ। তবে সেই সম্ভাবনায় আপাতত জোরালো সঙ্কটে।

Asia Cup Pakistan Cricket Indian Cricket Team
Advertisment