এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রবিবার ব্লকবাস্টার ম্যাচে পুরোদস্তুর বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সেই আশঙ্কার কথা মাথায় রেখেই অতিরিক্ত একদিনের রিজার্ভ ডে-র বন্দোবস্ত রাখা হয়েছে। অন্যান্য ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও স্রেফ ভারত-পাক ম্যাচেই কেন রিজার্ভ ডে, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ধুন্ধুমার বিতর্কের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের কোচ হাতুরুসিংহে জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেই এই বিষয়ে অবহিত ছিলেন না। তবে বাংলাদেশের কোচের মন্তব্য সরাসরি খন্ডন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন লঙ্কান কোচ সিলভারউড এবং বাংলাদেশের কোচ হাতুরুসিংহে। রিজার্ভ ডে ইস্যুতে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন হাতুরুসিংহে। বিস্ফোরকভাবে তিনি বলে দেন, "এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) ছয় দেশের প্রতিনিধি রয়েছে। হয়ত অন্য কারণে এই রিজার্ভ ডে-র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ঠিক নয়। আমাদের ম্যাচেও তো অতিরিক্ত একদিন রাখা যেত। এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ সিদ্ধান্ত যা নেওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যদি আমাদের মতামত নেওয়া হত, নিশ্চয়ই আমরা বক্তব্য জানতাম।"
বাংলাদেশ কোচের মন্তব্য থেকেই স্পষ্ট রিজার্ভ ডে নিয়ে মোটেই আয়োজক অন্যান্য দেশের সঙ্গে আলোচনাই করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে হাতুরুসিংহের এই মন্তব্যের পাশেই দাঁড়াতে সরাসরি অস্বীকার করল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের কোচের বক্তব্য খন্ডন করতে সরকারিভাবে বিবৃতিও দেওয়া হল। বলা হল, "সমস্ত দলের সম্মতির ভিত্তিতেই সুপার ফোরে ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।" একই ধরণের টুইটে বক্তব্য জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও।
তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের বয়ান কার্যত একই হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। আলোচনা শুরু হয়ে যায়, জয় শাহের এসিসি-র পরোক্ষ চাপেই কি তড়িঘড়ি আসরে নামতে বাধ্য হল বাংলাদেশ, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। কপিক্যাট টুইটের প্রেক্ষিতে অনেকেই আবার লিখলেন বিসিসিআই-য়ের কাছ থেকে কি অর্থ পেয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
গোটা ঘটনায় বিস্মিত শ্রীলঙ্কান কোচ সিলভারউড। তিনি জানিয়েছেন, "অবশ্যই আমি অবাক। আমরা আয়োজক নই। তাই এই বিষয়ে আমরা কিছু করতে পারব না।"
তবে কোনও কারণে ভারত-পাক ম্যাচের অতিরিক্ত দিনের ফলাফল পয়েন্ট টেবিলে প্রভাব ফেললে সমস্যার জন্ম নেবে। সেই বিষয়েও আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি।