এশিয়া কাপে বিতর্ক! ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে কাশ্মীরের বোলার নিল পাকিস্তান

বিতর্কিত এলাকার পেসারকে নিল পাকিস্তান

বিতর্কিত এলাকার পেসারকে নিল পাকিস্তান

author-image
IE Bangla Sports Desk
New Update
ind-pak

ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে

ভারত সরকারিভাবে পাক দখলকৃত কাশ্মীরের কথা স্বীকারই করে না। এবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছনোর জন্য সেই কাশ্মীরের পেসারের ওপরেই ভরসা রাখছে পাক দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাস্ট উইন ম্যাচে খেলতে নামছে পাকিস্তান।

Advertisment

সেই ম্যাচেই সবুজ জার্সিতে অভিষেক ঘটিয়ে দেওয়া হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের জামান খানকে। জামানের জীবনের কাহিনী অনেকটা গল্পের মত। পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরের দরিদ্র এক পরিবারের বাসিন্দা তিনি।

পাক বোর্ড আয়োজিত বিতর্কিত কাশ্মীর লিগে তিনি খেলেছিলেন রাওয়ালকোট হকস-এর হয়ে। কানাডা এবং শ্রীলঙ্কার টি২০ লিগেও খেলেছেন জামান।

Advertisment

আরও পড়ুন: এশিয়া কাপে লজ্জার পর আবারও খারাপ খবর! বিশ্বকাপেও দুঃসংবাদ তাড়া করল পাকিস্তানকে

ঘরোয়া স্তরে একদম না খেলেই পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক স্তরে ছয় টি২০ খেলে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে।

কাঁধে চোট পেয়ে এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর জায়গায় এবার খেলানো হবে জামান খানকে।

বুধবারই পাকিস্তান প্ৰথম একাদশ ঘোষণা করে দিয়েছিল। পাক দল জানিয়ে দিয়েছে, পাঁজরে চোটের কারণে খেলতে পারবেন না হ্যারিস রউফ-ও। এর আগেই পিসিবির তরফে স্কোয়াডে নাসিম শাহের বদলে জামান খানের অন্তর্ভুক্তি ঘোষণা করে দিয়েছিল।

আরও পড়ুন: কলম্বোর থ্রিলারে ‘সেঁকে গেল’ পাকিস্তান! এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা

ভারত ম্যাচে খেলেননি হ্যারিস রউফ। তাঁর ওপর সতর্ক নজর রয়েছে পাক মেডিক্যাল টিমের। পাঁজরে অস্বস্তি নিয়ে ভারত ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

পাক দলের চমক হতে পারেন জামান। ঘরোয়া ক্রিকেটে একদমই ম্যাচ না খেলা জামান ২০২১-এ কাশ্মীর লিগে খেলেছিলেন। সেই লিগে ২২ বছরের সিমারের পারফরম্যান্স দেখে লাহোর কালান্ডার্স সই করায় তাঁকে পাকিস্তান সুপার লিগের জন্য।

ইংল্যান্ডের হান্ড্রেড লিগে ম্যাঞ্চেস্টার-এর হয়ে খেলে ছয় ম্যাচে দুটো উইকেটও নিয়েছেন তিনি। পাক ঘরোয়া লিগে একটাও ম্যাচ না খেলা জামানের বিষয়ে আপ্লুত ক্রিকেট মহল। পাকিস্তানের জাতীয় দলের টিম ডিরেক্টর মিকি আর্থারও জামানকে সম্ভবনাময় মনে করেন।

মিকি আর্থার কাউন্টিতে ডার্বিশায়ারের হেড কোচ। সেই দলের হয়েই কাউন্টিতে খেলেন জামান।

kashmir pakistan Asia Cup Pakistan Cricket PoK