Advertisment

মাঠে কোহলি-রাহুল সুনামি, মাঠের বাইরে আরও বড় দুঃসংবাদ! হতাশায় ছন্নছাড়া পাকিস্তান

বড় দুর্ঘটনার কবলে পাকিস্তান ক্রিকেট দল

author-image
IE Bangla Sports Desk
New Update
pakistan

পাক দল

ভারত ম্যাচ চলাকালীনই বড়সড় দুঃসংবাদ ধাওয়া করল পাক দলকে। ব্যাটে কোহলি-রাহুলরা যখন ঝড় তুলেছেন, সেই সময়েই পাক টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল এশিয়া কাপের বাকি ম্যাচে আর খেলবেন না হ্যারিস রউফ। সোমবার বৃষ্টিতে প্রথম ঘন্টায় ম্যাচ ধুয়ে গিয়েছিল। তার আগেই পাক বোর্ডের তরফে সরকারি বিবৃতিতে বলে দেওয়া হয় রউফের ছিটকে যাওয়ার বিষয়টি।

Advertisment

বলা হয়, "এশিয়া কাপে সুপার ফোর ম্যাচে ভারতের বিপক্ষে আর বোলিং করবেন না রউফ। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হল। ডান হাতে অস্বস্তি অনুভব করছিলেন গতকাল। তারপরেই ওঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। স্ক্যানে কোনও টিয়ার ধরা পড়েনি। দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণ-এ রয়েছেন তিনি।"

পাকিস্তানের বোলিং কোচ মর্নি মর্কেলও জানান, "গত রাতে অবলিক মাসলে অস্বস্তি হচ্ছিল হ্যারিসের। স্ক্যানে সামান্য প্রদাহ নজর এসেছে। সামনেই বিশ্বকাপ। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওকে বিশ্রাম দেওয়া হল। ওঁর শূন্যস্থান বাকিদের পূরণ করতে হবে।"

এশিয়া কাপে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারি রউফ। তিন ম্যাচেই দখল করেছেন ৯ উইকেট। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে তিন উইকেট নেন তিনি।

শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহের পেস ত্রিফলা আসন্ন ওয়ানডে ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা বোলিং আক্রমণ। চলতি বছরে এই পেস ত্রয়ী ওয়ানডেতে নিজেদের মধ্যে ৬৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছে।

যাইহোক, হ্যারিস রউফের অনুপস্থিতিতে নাসিম শাহ, শাহিন আফ্রিদিরা কোহলিদের থামাতে পারেনি। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ তুলেছে স্কোরবোর্ডে।

Asia Cup Pakistan Cricket Pakistan Cricket Team
Advertisment