পাকিস্তানের বিপক্ষে বরাবর সফল তিনি। ওয়ানডে হোক বা টি২০ পাক ব্যাটিং লাইনআপকে বারবার বেআব্রু করেছেন তিনি। মহম্মদ শামিকে খেলতে গিয়ে রীতিমত সমস্যায় পড়ে পাক ব্যাটিং লাইন আপ। আর এবার সেই শামিকে বাদ দিয়েই এশিয়া কাপের প্ৰথম একাদশের দল সাজাল ভারত। টসে জিতে ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মোটামুটি প্রত্যাশিত দলই গড়া হয়েছে। শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামবেন ক্যাপ্টেন রোহিত। তিনে ঈশান কিষানের পর নামবেন কিং কোহলি। মিডল এবং লোয়ার মিডল অর্ডার সামলানোর দায়িত্বে থাকছে শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের ওপর।
স্পিনার হিসাবে জাদেজার সঙ্গী হচ্ছেন কুলদীপ যাদব। দুই প্রিমিয়ার পেসার জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই শামির জায়গায় সুযোগ পেলেন শার্দূল ঠাকুর।
ঘটনা হল, অলরাউন্ডার হিসাবে শার্দূল এগিয়ে থাকলেও বল হাতে মোটেও ধারাবাহিক নন তিনি। তবে এই ট্রেন্ড বজায় থাকলে বিশ্বকাপে ঘরের মাঠেও শামিকে বসিয়ে শার্দুলকে খেলানোর টেমপ্লেট তৈরি।
পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটে ওয়ানডে খেলেছেন। এর মধ্যে শামির সেরা বোলিং পারফরম্যান্স ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট দখল। ২৮ ওভার বল করে পাকিস্তানের বিপক্ষে শামি মাত্র ১০৭ রান খরচ করেছেন। ওয়ানডে ফরম্যাটে শামির ইকোনমি রেট বেশ ঈর্ষনীয়- ৫.৬০। এখনও পর্যন্ত কেরিয়ারে ৯০ ওয়ানডে খেলে ৬০ উইকেট দখল করেছেন তিনি। দেড়শ উইকেট সংগ্রাহকদের মধ্যে তিনি তৃতীয় দ্রুততম। এমন এক সম্পদকে বাদ দিয়ে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দল সাজানো নিয়ে এবার প্রশ্ন উঠে গেল।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ