Advertisment

পাক ম্যাচের আগেই টিম ইন্ডিয়ায় বিধ্বংসী সুপারস্টার! এবার ভয় পাবেন শাহিন আফ্রিদিরাও

বড় আপডেট টিম ইন্ডিয়ায়

author-image
Subhasish Hazra
New Update
team-india

টিম ইন্ডিয়া

২৪ ঘন্টা পরেই এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচ দ্বৈরথে নামবে। তার আগেই টিম ইন্ডিয়ায় বড়সড় রদবদল হতে চলেছে। জাতীয় দলের নেট অনুশীলনে যাঁকে উইকেটকিপিং করতে দেখা গেল, তিনি স্বয়ং কেএল রাহুল। একাধিক সূত্রের দাবি, টিম ইন্ডিয়ার ব্যাক আপ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে রাখা সঞ্জু স্যামসনকে রিলিজ করে দেওয়া হয়েছে। তিনি শ্রীলঙ্কা থেকে সরাসরি উড়ে আসছেন দেশে।

Advertisment

কেএল রাহুলের ফিটনেস নিয়ে উত্তাল গোটা দেশ। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্ৰথম দুই ম্যাচে খেলেননি তারকা ব্যাটার। তবে আপাতত পুরোপুরি ফিট হয়ে তিনি যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। আর তাতেই ছুটি সঞ্জু স্যামসনের।

জাতীয় দলে কেএল রাহুলকে নেওয়া হলেই তিনি পুরো উইকটকিপারের দায়িত্ব সামলাতে পারবেন কিনাজ তা নিয়ে সংশয় রয়েছে। তবে তিনি সমালোচকদের তুড়ি মেরে ৪৫ মিনিটের বেশি সময় কিপিং অনুশীলন করেছেন শনিবার। এর আগে বেঙ্গালুরুর এনসিএ'তেও ব্যাটিং-কিপিং করতে দেখা গিয়েছিল রিকভারির পর। প্রেমদাসা স্টেডিয়ামে দুজন সাপোর্ট স্টাফকে সঙ্গে নিয়ে অনুশীলন করতে দেখা গেল তাঁকে। একজন স্পিনারের ভূমিকায়। অন্য সাপোর্ট স্টাফ ব্যাটসম্যানের ভূমিকায়। কখনও অফ স্ট্যাম্পে, কখনও আবার লেগ স্ট্যাম্পের বাইরে টানা ক্যাচিং প্র্যাকটিস করলেন।

ক্যাচিং পর্বের পর চলল স্ট্যাম্পিং অনুশীলন। কুলদীপ যাদবকে ব্যাটসম্যান বানিয়ে চলল স্ট্যাম্পিং করার মহড়া। বিশেষ করে বাঁ-হাতি ব্যাটারদের ক্ষেত্রে ঠিকঠাক কিপ করতে পারছেন কিনা, সেটাই ছিল দেখে নেওয়ার মূল উদ্দেশ্য। কোনও সমস্যা ছাড়াই উইকেটকিপিং করতে দেখা গেল রাহুলকে।

ঘটনা হল, পাক ম্যাচের আগে কড়া অনুশীলন করতে দেখে অনেকেই মনে করছেন রবিবার শাহিন আফ্রিদিদের বিপক্ষে হয়ত নামিয়ে দেওয়া হবে কেএল রাহুলকে। ঘটনা হল, পাঁচ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নামছেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার চেন্নাইয়ে ওয়ানডে খেলেছিলেন তারকা।

হঠাৎ করে পাকিস্তানের মত ম্যাচে রাহুলকে খেলিয়ে দেওয়া হবে কিনাজ তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এমনিতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দারুণ পারফর্ম করে চলেছেন ঈশান কিষান। টানা চারটে হাফসেঞ্চুরি করে প্রভাব ফেলেছেন তিনি। পাক ম্যাচেও গত সপ্তাহে দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটে ফিফটি করেন ঈশান।

কেএল রাহুলকে খেলাতে হলে বাদ দিতে হবে ফর্মে থাকা রাহুলকে। টিম ম্যানেজমেন্ট এখন কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

sanju Asia Cup KL Rahul Indian Cricket Team Indian Team
Advertisment