বৃষ্টি আরও একবার খেলায় বাধা হয়ে দাঁড়াল। গ্রুপ পর্বের পর পুনরায় ভেস্তে গেল খেলা। রবিবার সুপার ফোরে খেলা বৃষ্টিতে ভণ্ডুল হওয়ার আগে ভারত ২৪.১ ওভারে স্কোরবোর্ডে তুলেছিল ১৪৭/২। রোহিত শর্মা (৫৬), শুভমান গিল (৫৮) দুর্দান্ত হাফসেঞ্চুরি করার পর ক্রিজে ব্যাট করছিলেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডেতে সোমবার খেলা গড়াবে।
ভারত ২৪.১ ওভারে ১৪৭/২ স্কোরবোর্ড সমেত খেলতে নামবে আর প্রেমদাসা স্টেডিয়ামে। ঘটনা হল, রিজার্ভ ডেতেও পুরোদস্তুর বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে ভারতকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে পাকিস্তানের সঙ্গে। এমনিতে সুপার ফোরে প্ৰথম দুই ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা জয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে।
আর একটা জয়েই পাকিস্তানের ফাইনাল খেলা কার্যত নিশ্চিত হয়ে যাবে। এখন ভারত-পাক ম্যাচ রিজার্ভ ডেতেও ভেস্তে গেল কীভাবে ফাইনালে পৌঁছবে ভারত, দেখে নেওয়া যাক সম্ভবনা:
সম্ভাবনা ১: ভারত-পাক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে রোহিতরা যদি শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে জেতে, তাহলে সহজেই ফাইনালে পৌঁছে যাবে ইন্ডিয়া।
সম্ভাবনা ২: ভারত যদি শ্রীলঙ্কার বিপক্ষে জেতে এবং বাংলাদেশের কাছে হেরে বসে তাহলে ভারতের সুপার ফোরে প্রাপ্ত পয়েন্ট দাঁড়াবে ৩। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফল যেন ভারতের পক্ষে যায়, সেটাই আশা থাকবে রোহিতদের।
সম্ভাবনা ৩: ভারত যদি শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশকে পর্যুদস্ত করে তাহলেও ভারতের পয়েন্ট দাঁড়াবে ৩। সেক্ষেত্রে ভারত চাইবে পাকিস্তান যেন শ্রীলঙ্কার কাছে হারে। তখন শ্রীলঙ্কা ফাইনালে পৌঁছবে। ভারত-পাক দুই দলই ৩ পয়েন্ট অর্জন করবে। এবং নেট রানরেটে এগিয়ে থাকা দল ফাইনালে পৌঁছবে।
মোদ্দা কথা, সুপার ফোরে তিন ম্যাচের দুটো ম্যাচ জিততেই হবে ফাইনালের জন্য।