/indian-express-bangla/media/media_files/2025/09/11/abhishek-sharma-2025-09-11-17-43-30.jpg)
Abhishek Sharma: এশিয়া কাপে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের।
Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এক অনন্য মাইলফলক গড়লেন ভারতের অভিষেক শর্মা। ভারতের ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে তিনি ইতিহাসে ঢুকে পড়েছেন। এর আগে মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটার—রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন—এই কৃতিত্ব অর্জন করেছেন।
বোলাররাই ম্য়াচটা সহজ করে দিয়েছেন
ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়েছে ভারত। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক ও শুভমান গিল আগ্রাসী ব্যাটিংয়ে দলকে দ্রুত জয়ের পথে নিয়ে যান। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেন। শুভমান গিল ৯ বলে করেন অপরাজিত ২০ রান। ভারত মাত্র নয় উইকেটে জয় নিশ্চিত করে টুর্নামেন্ট দুর্দান্ত শুরু করেছে।
আরও পড়ুন- আমিরশাহির বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্সের রহস্য কী? অবশেষে ফাঁস কুলদীপের!
এবং
আরও পড়ুন- বরুণের মাস্টারক্লাসে 'ছাত্র' আমিরশাহী ক্রিকেটাররা, কী টিপস দিলেন ভারতের মিস্ট্রি স্পিনার?
ভারতের বোলাররাই ম্যাচে জয়ের আসল কারিগর। কুলদীপ যাদব ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। শিবম দুবে ২ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন। স্পিনাররা মাঝের ওভারগুলোতে দাপট দেখান, ইউএই-র ব্যাটসম্যানরা কোনওভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
আরও পড়ুন- চুরমার কোরিয়া, আগুন পারফরম্য়ান্সে জয়জয়কার ভারতীয় হকি দলের
এবং
আরও পড়ুন- এই না হলে দেশপ্রেম! এভাবেই পাকিস্তানকে 'কড়া ওয়ার্নিং' সূর্যের
সংযুক্ত আরব আমিরশাহির ওপেনার আলিশান শারাফু কিছুটা প্রতিরোধ গড়লেও (২২ রান), দলের অন্য কেউই বড় রান করতে পারেননি। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম মাত্র ১০ রান করেন। মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউএই। এই জয়ের জেরে ভারতীয় দল প্রচুর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামবে। অভিষেক শর্মার ব্যাটিং ও কুলদীপ-দুবের অসাধারণ বোলিং পারফরম্যান্স দলকে ভবিষ্যতে আরও ম্যাচ জেতাবে। এমনটাই আশা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।
তবে, টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো হলেও অনেক বিশেষজ্ঞ অবশ্য একে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। কারণ, সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট দুনিয়ার শিশু। এমনকী, নিয়মিত ক্রিকেট খেলার অভ্য়াসও তাদের নেই। আর, তার সঙ্গে কি না খেলছে ক্রিকেট দুনিয়ার দৈত্য ভারত। তাই এমন ফলাফলই প্রত্যাশিত বলেই দাবি বিশেষজ্ঞদের একাংশের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us