Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের

Bangladesh vs Sri Lanka: ২০২৫ এশিয়া কাপের পঞ্চম ম্য়াচে বাংলাদেশকে ৬ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই হারের পর টাইগার সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।

Bangladesh vs Sri Lanka: ২০২৫ এশিয়া কাপের পঞ্চম ম্য়াচে বাংলাদেশকে ৬ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই হারের পর টাইগার সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Cricket Team Loss

শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের

Bangladesh Cricket Team: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) পঞ্চম ম্য়াচে বাংলাদেশকে ৬ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই ম্যাচে বাংলাদেশ ২০ ওভার ব্যাটিংয়ের পর ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা এই টার্গেট ১৪.৪ ওভারে হাসিল করে নিয়েছে। এই ম্য়াচে ব্য়াটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই শ্রীলঙ্কা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। চলতি টুর্নামেন্টে এটাই শ্রীলঙ্কার প্রথম জয়।

Advertisment

Asia Cup 2025 News: 'ধর্তব্যের মধ্যেই পড়ে না পাকিস্তান...', এশিয়া কাপের আগে হুঙ্কার সৌরভের

ডাঁহা ফেল বাংলাদেশের টপ অর্ডার

টসে হারার পর প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুটা তারা একেবারেই ভাল করতে পারেনি। দলের দুই ওপেনারই শূন্য রানে প্য়াভিলিয়নে ফিরে যান। ১১ রানের মাথায় লাগে তৃতীয় ধাক্কা। যদিও অধিনায়ক লিটন দাস (২৬ বলে ২৮ রান) কিছুটা হলেও বাংলাদেশের সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি ফিরতেই ৫৩ রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হয়। দলের শীর্ষ ৫ ব্যাটারের মধ্যে চারজনই দুই অঙ্কের রান করতে পারেননি।

Advertisment

Bangladesh Cricket News: বাংলাদেশ ক্রিকেট তোলপাড়, চরম সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার!

জাকের আলি এবং শামিম হুসেন তুললেন বাংলাদেশের সম্মানজনক স্কোর

তবে দলের মিডল অর্ডার ব্যাটার জাকের আলি এবং শামিম হুসেন ৬১ বলে ৮৬ রানের দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তোলেন। জাকের ৩৪ বলে করলেন ৫১ রান। অন্যদিকে, শামিম ৩৪ বলে করলেন অপরাজিত ৪২ রান। এই ম্য়াচে শ্রীলঙ্কার হয়ে সবথেকে সফল বোলিং করলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ২৫ রান দিয়ে তিনি জোড়া উইকেট শিকার করেন। এর পাশাপাশি নুয়ান তুষারা এবং দুষ্মন্ত চামিরা একটি করে উইকেট শিকার করেন।

Match Fixing in Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে ভয়ঙ্কর কাণ্ড, ম্যাচ গড়াপেটায় কলঙ্কিত টাইগাররা

ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্য়ান্স করলেন নিশঙ্কা এবং মিশারা

এই টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ক্রিকেট দলের শুরুটাও তেমন ভাল হয়নি। দলের ১৩ রানের মাথায় প্রথম ধাক্কা খায় শ্রীলঙ্কা। আউট হয়ে যান কুশল মেন্ডিস ৬ বলে মাত্র ৩ রানই করতে পারেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে পাথুম নিশঙ্কা এবেং কামিল মিশারা ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। নিশঙ্কা ৩৪ বলে ৬ চার এবং ১ ছক্কার দৌলতে ৫০ রান করেন। অন্যদিকে, কুশল পেরেরা ৯ এবং দাসুন শনাকা ১ রান করে আউট হয়ে যান। শেষপর্যন্ত কামিল মিশারা ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন। অধিনায়ক আশালঙ্কাও ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ বোলারদের কথা যদি বলতে হয়, তাহলে মেহদি হাসান ২৯ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। এছাড়া মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান একটি করে উইকেট শিকার করেছেন।

Bangladesh Cricket Team Asia Cup 2025