Asia Cup 2025 Final: এশিয়া কাপ ফাইনালে 'একুশে আইন', সামান্য ভুলচুক হলেই কড়া শাস্তির নিদান!

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপে আজ ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। সুপার ফোর পর্বে এই দুটো দল শীর্ষস্থান অর্জন করেছিল। সেকারণে ফাইনাল ম্য়াচে আরও একবার এই দুটো দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে।

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপে আজ ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। সুপার ফোর পর্বে এই দুটো দল শীর্ষস্থান অর্জন করেছিল। সেকারণে ফাইনাল ম্য়াচে আরও একবার এই দুটো দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Asia Cup 2025 Final Guidelines

এশিয়া কাপ ফাইনালে নিয়মের কড়াকড়ি

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025 Final) আজ ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। সুপার ফোর পর্বে এই দুটো দল শীর্ষস্থান অর্জন করেছিল। সেকারণে ফাইনাল ম্য়াচে আরও একবার এই দুটো দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। টুর্নামেন্ট চলাকালীনও দুই দলের মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছিল। আর সেকারণে ফাইনাল ম্য়াচের আগে দুবাই পুলিশের পক্ষ থেকে সাধারণ দর্শকদের জন্য একাধিক নিয়ম-কানুন জারি করেছে। যদি সেই নিয়ম যথাযথভাবে না পালন করা হয়, সেক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisment

Abhishek Sharma vs Haris Rauf: 'উচিত শিক্ষা দিয়েছি...', পাকিস্তানকে হারিয়েই 'হুঙ্কার' অভিষেকের

কড়া নিয়ম জারি করল দুবাই পুলিশ

দুবাই পুলিশের পক্ষ থেকে তাঁদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফাইনাল ম্য়াচের জন্য একাধিক নিয়ম-কানুন জারি করা হয়েছে। ম্য়াচ শুরুর তিন ঘণ্টা আগে স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে। স্টেডিয়ামে প্রবেশ করার জন্য টিকিট অত্যন্ত আবশ্যক। এই বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও দর্শক একবার স্টেডিয়ামে ঢোকার পর বেরিয়ে যান, তাহলে তাঁকে ফের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দর্শকদের প্রবেশ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ম্য়ানেজমেন্ট গ্রহণ করবে। পার্কিং নিয়েও জারি করা হয়েছে একাধিক নিয়মাবলী। যেখানে-সেখানে গাড়ি পার্ক করা একেবারেই যাবে না।

Advertisment

Asia Cup 2025 Final, IND vs PAK: ফাইনালের আগে চরম টেনশন, এই বিশেষ কারণেই টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন পাঠান!

কোন কোন জিনিস নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না:

  • রিমোট কন্ট্রোল ডিভাইস
  • কাচের কোনও দ্রব্য
  • পোষ্য
  • ধুমপানের সামগ্রী
  • যে কোনও বেআইনি বস্তু
  • ছাতা এবং সেলফি স্টিক
  • পাওয়ার ব্যাঙ্ক
  • ধারাল কোনও দ্রব্য
  • বাজি
  • বাইরের কোনও খাবার কিংবা পানীয়
  • লেজার পয়েন্টার

Asia Cup final IND vs PAK: খেলা শুরুর আগেই হার স্বীকার পাকিস্তানের! আক্রম বললেন, 'ভারতই ফেভারিট...'

এই নিয়মগুলো যদি যথাযথভাবে পালন করা না হয় এবং নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ম্য়াচ চলাকালীন কোনও হিংসাত্মক কিংবা ঘৃণ্য মন্তব্য করা যাবে না। যদি এমন কোনও অপরাধমূলক মন্তব্য করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হবে। এমনকী, কারাবাসও হতে পারে। সেকারণে শান্তিপূর্ণভাবে এই ম্য়াচ উপভোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

IND vs PAK Asia Cup Final: ফাইনালের আগেই 'বয়কট' সূর্যকুমার যাদবের, ভেঙে ফেললেন ২ বছরের প্রথা!

কখন থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ?

ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত ২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় দুই দলের অধিনায়ক টস করতে আসবেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা উপভোগ করতে পারেন। এর পাশাপাশি সোনি লিভ এবং ফ্যান কোড অ্যাপে এই ম্য়াচের অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে। 

Asia Cup 2025 Final India vs Pakistan