Asia Cup 2025 is likely to be held in September in the T20 format at a neutral venue: এশিয়া কাপ ২০২৫-এর সূচি এখনও প্রকাশিত হয়নি, তবে টুর্নামেন্টের মূল আকর্ষণ হল ভারত-পাকিস্তান ম্যাচ। যদি দুই দল ফাইনালে পৌঁছয়, তবে উভয় দল এই টুর্নামেন্টে মোট তিনবার পরস্পরের মুখোমুখি হতে পারে।
সেপ্টেম্বরে হতে পারে- এশিয়া কাপ ২০২৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) এক সূত্রের দেওয়া খবর অনুযায়ী সংবাদ সংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হতে চলেছে। এই টুর্নামেন্ট হবে কোনও নিরপেক্ষ দেশে। তবে, এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে নাম থাকবে ভারতের। ব্যাপারটা অনেকটা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির মত বিষয়। যেখানে আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত খেলছে নিরপেক্ষ দেশ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে।
গত এশিয়া কাপ ২০২৩ সালে ওডিআই ফরম্যাটে হয়েছিল। কারণ, সেই বছরের শেষেই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ ছিল। সূত্রের খবর, 'টুর্নামেন্টটি সেপ্টেম্বর মাসে হতে পারে। ভারত কাগজে-কলমে আয়োজক দেশ হলেও এই টুর্নামেন্ট হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) বা শ্রীলঙ্কায়।'
ভারত-পাকিস্তান ম্যাচ
পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলতে ভারতে দল পাঠাবে না। ভারত তারপরও জানিয়ে দিয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না। সেই অনুযায়ী, পাকিস্তান চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ভারত সেদেশে টিম পাঠায়নি। তাই এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে—
🇮🇳 ভারত
🇵🇰 পাকিস্তান
🇱🇰 শ্রীলঙ্কা
🇧🇩 বাংলাদেশ
🇦🇫 আফগানিস্তান
🇦🇪 সংযুক্ত আরব আমিরশাহি
🇴🇲 ওমান
🇭🇰 হংকং
ভারত ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলছে, কারণ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান সফরে যায়নি। এই পরিস্থিতিতে আগামী টি-২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা রয়েছে।
ভারত বনাম পাকিস্তান: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
সম্প্রতি দুবাইয়ে গ্রুপ এ-এর ম্যাচে বিরাট কোহলি একাই পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন।
- ভারত ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে।
- কোহলি ১১১ বলে অপরাজিত ১০০ রান করেছেন, মেরেছেন ৭টি চার।
- এই ইনিংসের মাধ্যমে কোহলি একদিনের ক্রিকেটে ১৪,০০০ রান সম্পূর্ণ করা দ্রুততম ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।