/indian-express-bangla/media/media_files/2025/09/12/shubman-gill-vs-pakistan-2025-09-12-09-55-10.jpg)
শুভমানের হুঙ্কারে ভয়ে কাঁপছে পাকিস্তান?
Shubman Gill: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। প্রথম ম্য়াচে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর (India vs UAE) বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন। এই ম্য়াচে তিনি অপরাজিত থাকেন। আর ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেটে ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। এবার ভারত আগামী ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্য়াচটি পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে। তবে এই ম্য়াচের আগে সোশ্যাল মিডিয়ায় শুভমান গিল মাত্র ২ শব্দে এমন একটি পোস্ট করলেন, যা ইতিমধ্য়ে ভাইরাল হয়ে গিয়েছে।
Asia Cup 2025 India vs Pakistan: এই না হলে দেশপ্রেম! এভাবেই পাকিস্তানকে 'কড়া ওয়ার্নিং' সূর্যের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভমানের পোস্ট
২০২৫ এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড যখন ঘোষণা করা হয়নি, তখন থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছিল যে শুভমান গিলকে টি-২০ ফরম্য়াটে ফেরানো হবে কি না? শেষপর্যন্ত নির্বাচকরা গিলের উপর ভরসা রেখেছেন। তাঁকে শুধুমাত্র টি-২০ স্কোয়াডেই ফেরানো হয়নি, টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন্সিও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। অবশেষে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নজরকাড়া পারফরম্য়ান্স করলেন শুভমান। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক ৯ বলে ২২২.২২ স্ট্রাইক রেটে অপরাজিত ২০ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ২ চার এবং ১ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।
Step one 🇮🇳🩵 pic.twitter.com/fTSipWoZZP
— Shubman Gill (@ShubmanGill) September 10, 2025
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জয়লাভের পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান গিল একটি পোস্ট শেয়ার করেছে। এই পোস্টের ক্যাপশনে তিনি মাত্র ২ শব্দ লিখেছেন। শুভমান এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'স্টেপ ওয়ান'। ২০২৫ এশিয়া কাপ অভিযান জয় দিয়েই শুরু করেছে টিম ইন্ডিয়া। এবার পাকিস্তানের বিরুদ্ধেও তারা এই আগুন ফর্মটা বজায় রাখতে চাইবে।
Asia Cup 2025: আমিরশাহির বিরুদ্ধে প্রথম বলে ছক্কা, ইতিহাসে ভারতের অভিষেক
সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারাল ভারত
এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া প্রথম ম্য়াচটা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেটে জয়লাভ করেছে। ভারতীয় দুর্দান্ত বোলিংয়ের সামনে আমিরশাহী ক্রিকেট দল মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায়। এরপর ভারতীয় দল মাত্র ৪.১ ওভারেই একটি উইকেট হারিয়ে এই রান তুলে ফেলে। আউট হয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। তিনি অবশ্য ১৬ বলে ২ চার এবং ৩ ছক্কার দৌলতে ৩০ রান করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us