Asia Cup, SL vs AFG: নবির ৫ বলে ৫ ছক্কার ঝড় ব্যর্থ, এশিয়া কাপে সিংহই উদ্ধার করল টাইগারদের!

Asia Cup, SL vs AFG: মাঠে নেমে ঝড় তোলেন মহম্মদ নবি। দুষ্মন্ত চামিরার ওভারে টানা তিন বলে বাউন্ডারি হাঁকান তিনি। এরপর দুনিত ভেল্লালাগের শেষ ওভারে ঘটে যায় অবিশ্বাস্য কাণ্ড—টানা ৫ বলে ৫ ছক্কা! 

Asia Cup, SL vs AFG: মাঠে নেমে ঝড় তোলেন মহম্মদ নবি। দুষ্মন্ত চামিরার ওভারে টানা তিন বলে বাউন্ডারি হাঁকান তিনি। এরপর দুনিত ভেল্লালাগের শেষ ওভারে ঘটে যায় অবিশ্বাস্য কাণ্ড—টানা ৫ বলে ৫ ছক্কা! 

author-image
IE Bangla Sports Desk
New Update
Asia Cup

Asia Cup: এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দৃশ্য।

Asia Cup, 2025: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার আয়োজিত এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেল। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে শুধু দু’দল নয়, বাংলাদেশও তাকিয়ে ছিল টিভির পর্দায়। কারণ ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল তিন দলের ভাগ্য।

Advertisment

যদি আফগানিস্তান জিতত, তবে সুপার ফোর থেকে বিদায় নিতে হত বাংলাদেশকে। যদি শ্রীলঙ্কা জিতত, তবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা, দুই দলই পাকা করত সুপার ফোরে জায়গা। অবশেষে কুশল মেন্ডিসদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল শ্রীলঙ্কা। ফলে আফগানিস্তান ছিটকে গেল, আর বাংলাদেশ নিশ্চিন্তে উঠল সুপার ফোরে।

আরও পড়ুন- মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন আম্পায়ার, তোলপাড় ক্রিকেট দুনিয়া!

টস হেরে ব্যাট করতে নেমে একেবারে প্রথম থেকেই বিপাকে পড়ে আফগানিস্তান। একসময় মাত্র ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। মনে হচ্ছিল ১২০ রান পেরোনোই কঠিন হবে। কিন্তু সেই সময় মাঠে নেমে ঝড় তোলেন মহম্মদ নবি। দুষ্মন্ত চামিরার ওভারে টানা তিন বলে বাউন্ডারি হাঁকান তিনি। এরপর দুনিত ভেল্লালাগের শেষ ওভারে ঘটে যায় অবিশ্বাস্য কাণ্ড—টানা ৫ বলে ৫ ছক্কা! এক ওভার থেকে ওঠে ৩২ রান। নবির ঝড়ো ইনিংসে মাত্র ২১ বলে আসে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত আফগানিস্তান করে ১৬৯/৮।

Advertisment

আরও পড়ুন- হতাশ করলেন নীরজ-সচিন, বিশ্বচ্যাম্পিয়ন ওয়ালকট

এক নজরে ম্যাচের হাইলাইটস

  • আফগানিস্তান: ১৬৯/৮ (নবি – ৫০* রান, ৫ ছক্কা এক ওভারে)

  • শ্রীলঙ্কা: ১৭০/৪ (কুশল মেন্ডিস – ৭৪*, কামিন্দু মেন্ডিস – ২৬*)

  • ফল: শ্রীলঙ্কা জিতল ৬ উইকেটে, ৮ বল হাতে রেখে

  • প্রভাব: সুপার ফোরে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা, বিদায় আফগানিস্তানের

আরও পড়ুন- 'চূড়ান্ত অশিক্ষার পরিচয়', মহম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন বাংলার অনুষ্টুপ

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ৫২ বলে অপরাজিত ৭৪ রান করেন তিনি। শেষদিকে কামিন্দু মেন্ডিস মাত্র ১৩ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় তুলে নেয়। নবির বিধ্বংসী ব্যাটিং আফগানিস্তানকে আশার আলো দেখালেও, কুশল মেন্ডিসের পরিপক্ব ইনিংস শেষ হাসি হাসায় শ্রীলঙ্কাকে। এই জয়ের সঙ্গে সঙ্গেই এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে নিশ্চিত হল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। অন্যদিকে বিদায় নিতে হল আফগানিস্তানকে।

আরও পড়ুন- 'চূড়ান্ত অশিক্ষার পরিচয়', মহম্মদ ইউসুফকে ধুয়ে দিলেন বাংলার অনুষ্টুপ

এই জয়ের ফলে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের মুখে ফুটেছে হাসি। নিজেদের ম্যাচ জিতে পয়েন্ট নিশ্চিত করলেও তাদের সুপার ফোরের ভাগ্য নির্ভর করছিল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর। শ্রীলঙ্কার জয়ে শেষ পর্যন্ত খুলে গেল বাংলাদেশের সামনে সুপার ফোরের দরজা।

Asia Cup 2025