/indian-express-bangla/media/media_files/2025/09/11/indian-cricket-team-15-2025-09-11-01-45-35.jpg)
ভারতীয় ক্রিকেট দল
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের সাফল্য আপাতত মধ্য-গগনে। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান ক্রিকেট দলকে ৬ উইকেটে পরাস্ত করেছে শ্রীলঙ্কা। আর সেইসঙ্গে লঙ্কাবাহিনী সুপার-৪ পর্বে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৬৯ রান তুলেছিল। এরপর কুশল মেন্ডিসের দুর্দান্ত হাফসেঞ্চুরির দৌলতে টিম শ্রীলঙ্কা সহজেই টার্গেট হাসিল করে নেয়। গ্রুপ পর্বের তিনটে ম্য়াচেই জয়লাভ করেছে শ্রীলঙ্কা।
Dunith Wellalage Father Death: এশিয়া কাপের মাঝেই চরম দুঃসংবাদ, পিতৃহারা হলেন তারকা ক্রিকেটার
কুশল মেন্ডিসের হাফসেঞ্চুরিতেই জয়লাভ
শ্রীলঙ্কা ক্রিকেট দলের হয়ে কুশল মেন্ডিস দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি মাত্র ৫২ বলে ৭৪ রান করেছেন। এরমধ্যে ১০ বাউন্ডারি রয়েছে। এর পাশাপাশি কুশল পেরেরা ২৮ রানের গুরুত্বপূর্ণ সঙ্গত দেন। শেষবেলায় কামিন্দু মেন্ডিস ১৩ বলে ২৬ রান করেন এবং শ্রীলঙ্কা সহজে এই টার্গেট হাসিল করে নেয়।
Asia Cup, SL vs AFG: নবির ৫ বলে ৫ ছক্কার ঝড় ব্যর্থ, এশিয়া কাপে সিংহই উদ্ধার করল টাইগারদের!
সুপার ৪-এর জন্য চূড়ান্ত দল
চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্বের জন্য গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান কোয়ালিফাই করেছে। অন্যদিকে, গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সুপার ফোরের ম্য়াচ আয়োজন করা হবে। সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে যে দুটো দল থাকবে, তাদের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।
সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারত
সুপার-৪ পর্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) তাদের প্রথম ম্য়াচটা পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর আয়োজন করা হবে। এরপর ২৪ সেপ্টেম্বর টিম ইন্ডিয়া তাদের 'প্রতিবেশী' বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলবে। এর পাশাপাশি সুপার ফোর পর্বের শেষ ম্য়াচটি টিম ইন্ডিয়াকে খেলতে হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এই ম্য়াচে ভারত খেলবে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে।
সুপার ফোর পর্বের পূর্ণাঙ্গ সূচি:
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ২০ সেপ্টেম্বর
- ভারত বনাম পাকিস্তান, ২১ সেপ্টেম্বর
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ২৩ সেপ্টেম্বর
- বাংলাদেশ বনাম ভারত, ২৪ সেপ্টেম্বর
- বাংলাদেশ বনাম পাকিস্তান, ২৫ সেপ্টেম্বর
- ভারত বনাম শ্রীলঙ্কা, ২৬ সেপ্টেম্বর
উল্লেখ্য, সুপার ফোরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে যে দুটো দল থাকবে, তাদের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। আর প্রত্যেকটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us