/indian-express-bangla/media/media_files/2025/09/30/asia-cup-trophy-controversy-2025-09-30-18-00-16.jpg)
বিশেষ শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি নকভি
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan) কার্যত দুরমুশ করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে তাঁরা ট্রফি গ্রহণ করবেন না। এরপর বেশ খানিকক্ষণ অপেক্ষা করেন নকভি। কিন্তু, ভারতীয় ক্রিকেটাররা শেষপর্যন্ত তা গ্রহণ করতে আসেননি। এরপর নকভি সেই ট্রফি নিজের সঙ্গে নিয়ে হোটেলে চলে যান। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এশিয়া কাপ ট্রফি হাতে পায়নি। এখন তো আবার শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরত দিতে রাজি হয়েছেন নকভি। কিন্তু, ভারতের সামনে রাখা হয়েছে একটি বিশেষ শর্ত। তবে এই শর্ত ভারতীয় ক্রিকেটাররা কোনওদিন পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Kapil Dev Controversial Statement: এ কী বললেন কপিল দেব! প্রশংসার বদলে অপমান করলেন টিম ইন্ডিয়াকে?
টিম ইন্ডিয়াকে বিশেষ শর্ত দিলেন মহসিন নকভি
ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, মহসিন নকভি ভারতের ট্রফি এবং পদক ফেরত দিতে প্রস্তুত। কিন্তু, তিনি একটি বিশেষ শর্ত দিয়েছেন। নকভি জানিয়েছেন, একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হোক। সেখানেই তিনি ভারতীয় ক্রিকেট দলের হাতে ট্রফি এবং পদক তুলে দেবেন। নকভি ট্রফি এবং পদক ফেরত দেওয়ার মনস্থির তো করেছেন, কিন্তু যে শর্ত তিনি দিয়েছেন, তা দেখে মনে হচ্ছে যে মুখের কথাই সার! মন থেকে দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই। BCCI-এর পক্ষে এই দাবি মেনে নেওয়া কার্যত অসম্ভব। ভারতীয় ক্রিকেটাররা আগেই জানিয়ে দিয়েছিল যে নকভির হাত থেকে তাঁরা পদক গ্রহণ করবেন না। এই পরিস্থিতিতে বোর্ড যদি নকভির শর্ত মেনে নেয়, তাহলে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আবার রেগে যাবেন।
IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের
অপর কেউ ট্রফি টিম ইন্ডিয়ার হাতে তুলে দিক, চান না নকভি
মহসিন নকভির সামনে প্ল্যান বি রাখা হয়েছিল। একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছেন আমিরাত ক্রিকেট বোর্ড এবং ACC আধিকারিকরা এই ব্যাপারে নিজেদের মতামত দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ECB চেয়ারম্যান খালিদ আল জারুনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম ভারতীয় ক্রিকেটারদের হাতে পদক এবং ট্রফি তুলে দিন। কিন্তু, এই প্রস্তাব সর্বসমক্ষে নাকচ করে দেন নকভি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া আগেই একটি ইন্টারভিউয়ে স্পষ্ট করে দিয়েছিলেন, আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে বৈঠক আয়োজন করা হবে, সেখানে BCCI নকভির এই ন্যক্কারজনক আচরণের তীব্র বিরোধিতা করবে। আপাতত যা মনে হচ্ছে, ট্রফি নিয়ে এই বিতর্ক দীর্ঘায়িত হতে চলেছে।