Advertisment

প্রথমবার এসিসি বৈঠকে সৌরভ, এশিয়ান কাপ নিয়ে সিদ্ধান্ত আটকে

এসিসির বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এই প্রথমবার মহাদেশীয় ক্রিকেট কমিটির বৈঠকে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এশিয়া কাপ কি হবে নাকি হবে না, তা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল মঙ্গলবারেও কোনো সিদ্ধান্ত নিতে পারল না। করোনা সংক্রমণের প্রাক্কালে টুর্নামেন্ট বাতিলের সম্ভবনা থাকলেও তা এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। সূচি অনুযায়ী সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হতে চলেছে। এবার আয়োজক দেশ পাকিস্তান। ভারত পাকিস্তানে যেতে না চাইলে ইউএই-র মত নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ার কথা।

Advertisment

জানা গিয়েছে, আইসিসি টি২০ বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপ নিয়ে আইসিসি নিজেদের মতামত জানিয়ে দিলেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার এসিসি-র বৈঠকের পর সাংবাদিকদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, "করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এখনও বোর্ড চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে টুর্নামেন্ট হলে তা কোথায় আয়োজিত হবে, সেই সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে জানানো হবে।"

এসিসির বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এই প্রথমবার মহাদেশীয় ক্রিকেট কমিটির বৈঠকে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ।

এসিসির এক শীর্ষস্থানীয় কর্তা জানান, টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছেন। তবে তা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। কারণ বিকল্প দিন নিয়েও ভেবে রাখা হয়েছে। এর পাশাপাশি চীনে ২০২২ সালের এশিয়ান গেমসে এসিসির অংশগ্রহন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিবৃতিতে বলা হয়েছে, "২০২২ এ চীনের হাংঝউ এশিয়ান গেমসে এসিসি র সংযুক্ত থাকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।"

Asia Cup Sourav Ganguly
Advertisment