Advertisment

টিম ইন্ডিয়ার জন্য নয়! মুখরক্ষা হতেই ফাইনালের মঞ্চে কোটি কোটির পুরস্কার জয় শাহের

ভারত চ্যাম্পিয়ন হওয়ার আগেই বিরাট আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন জয় শাহ

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah-india

জয় শাহের সামনে চ্যাম্পিয়ন ভারত

টানা বৃষ্টি। বৃষ্টির কামাই নেই। এর মধ্যেই চরম পেশাদারিত্বের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে আয়োজিত হল এশিয়া কাপ। বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সফলভাবে টুর্নামেন্ট শেষ হল। আর এর জন্য মাঠকর্মীদের জন্য ভারত চ্যাম্পিয়ন হওয়ার আগেই বড়সড় ঘোষণা করে দিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ।

Advertisment

গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। সুপার ফোরে রিজার্ভ ডে'র ব্যবস্থা করে ভারত-পাক ম্যাচ আয়োজন করা হয়েছে। ক্রমাগত বৃষ্টি সত্ত্বেও সুপার ফোরের কোনও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি বৃষ্টি।

এর পুরো কৃতিত্বই প্রাপ্য মাঠকর্মীদের। নিরলসভাবে মাঠ শুকনো করা, জল নিষ্কাশন করা, পিচে তড়িঘড়ি কভার দেওয়া বারবার। এর জন্যই এবার এসিসি সভাপতি জয় শাহ টুইটারে জানিয়ে দিলেন, ৫০ হাজার ডলার মাঠকর্মীদের পুরস্কার দেওয়া হবে। এক্স-এ জয় শাহের টুইট, "ক্রিকেটের অঘোষিত হিরোদের কুর্নিশ। কলম্বো এবং ক্যান্ডির মাঠকর্মীদের জন্য এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হচ্ছে।"

জয় শাহ আরও লিখেছেন, "অসম্ভব দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট একশনের জন্য দুরন্ত পিচ এবং সবুজ মাঠের রক্ষণাবেক্ষণ- মঞ্চ ওঁরাই গড়ে দিয়েছিল। ক্রিকেটের সাফল্যের জন্য ওঁরা যা করেছে, তাতে এই স্বীকৃতি ওঁদের প্রাপ্য। এঁদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই পুরস্কারের উদযাপন।"

আরও পড়ুন: ছেলেখেলা করে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ভারত! সিরাজের স্বপ্নের স্পেলে লজ্জার কেলেঙ্কারি শ্রীলঙ্কার

পাকিস্তানের এশিয়া কাপের মূল আয়োজক দেশ হলেও ভারতীয় বোর্ডের আপত্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করেছিল। পাকিস্তানকে আয়োজক দেশ রেখেই অধিকাংশ ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় শ্রীলঙ্কা। তবে বর্ষার মরশুমে কেন এশিয়া কাপের মত হাইপ্রোফাইল ইভেন্ট ফেলা হল, তা নিয়ে বিসিসিআই বিশেষ করে বোর্ডের সচিব জয় শাহকে নিশানা করা হয়েছিল ক্রিকেটের একাংশের তরফে। তবে এসিসি সভাপতি জয় শাহ নতুন করে সমালোচিত হন ভারত-পাক ম্যাচে সুপার ফোরে হঠাৎ করেই রিজার্ভ ডে'র ঘোষণা করায়।

সুপার ফোরের ব্লকবাস্টার দ্বৈরথ প্ৰথম দিন বৃষ্টিতে খেলা ভেস্তে যায়। তবে মাঠকর্মীদের নিরন্তর প্রচেষ্টায় দ্বিতীয় দিন ম্যাচ আয়োজন সম্ভব হয়। ভারত-পাক ম্যাচ পুনরায় ভেস্তে গেলে ফের একবার নিশানায় উঠে আসতেন বিসিসিআই সচিব, এসিসি প্রেসিডেন্ট জয় শাহ। সেই ঘটনা থেকে রক্ষা পেতেই তাই ফাইনালের মঞ্চে বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা।

BCCI Sri Lanka Asia Cup Indian Cricket Team Indian Team
Advertisment