Advertisment

বাতিল হল এশিয়া কাপ, সরকারি সিদ্ধান্তের আগেই ঘোষণা সৌরভের

এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এমনটাই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ক্রিকেটের চ্যাট শো এ সৌরভ সরাসরি জানিয়ে দেন এই কথা। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সরকারিভাবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে কিছু জানানো হয়নি। তবে জন্মদিনে সৌরভ জানিয়ে দিলেন, চলতি বছরের এশিয়া কাপ বাতিল করা হয়েছে। সেপ্টেম্বরেই এশিয়া কাপ হওয়ার কথা ছিল সূচি অনুযায়ী।

Advertisment

'স্পোর্টস তক' এর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাট সেশনে সৌরভ জানালেন, "সেপ্টেম্বরে যে এশিয়া কাপের সূচি ছিল তা বাতিল হয়ে গিয়েছে।"

এশিয়া কাপের আয়োজক দেশ অবশ্য এই নিয়ে এখনো কিছু সরকারিভাবে কিছু জানায়নি। অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপও সম্ভবত বাতিল হতে চলেছে। এই উইন্ডোতেই তাই আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই।

লকডাউনের পর ভারতের প্রথম আন্তর্জাতিক সিরিজ কী হতে চলেছে? এমন প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি জানান, "ভারতের প্রথম আন্তর্জাতিক সিরিজ কী হবে, তা এই মুহূর্তে বলা কঠিন। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা কোনোভাবেই তাড়াহুড়ো করছি না। কারণ, ক্রিকেটারদের শারীরিক অবস্থা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রতি মাস অনুযায়ী আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি।"

এর আগে সৌরভ আইপিএল নিয়ে সমর্থকদের আশার বাণী শুনিয়েছিলেন, "২০২০ বছর আমরা আইপিএল ছাড়া শেষ করতে পারব না। ৩৫-৪০ দিনের উইন্ডো পেলেও ভারতই আমাদের প্রথম প্রায়োরিটি। তবে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, কোথায় করা হবে।"

পাশাপাশি আরো জানান, "আমরা সবকিছু বিবেচনা করছি। প্রথমত, সীমিত উইন্ডোর মধ্যে আইপিএল আয়োজন করা যাবে কিনা! দ্বিতীয়ত, দেশেই আইপিএল আয়োজন করতে চাই আমরা। কোনো কারণে একান্তই টুর্নামেন্ট আয়োজন করা না হলে বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে বিদেশে লিগ আয়োজন ফ্র্যাঞ্চাইজি ও বোর্ড দুই তরফেই খরচ সাপেক্ষ হতে চলেছে। কারণ, বৈদেশিক মুদ্রায় ভারতীয় মুদ্রায় কনভার্সন করলেই খরচ বাড়বে। এখনো পর্যন্ত আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। আশা করি দেশেই আইপিএল হবে।"

Sourav Ganguly Asia Cup
Advertisment