India vs Pakistan Asia Cup 2023 report card: শনিবার ভারত-পাক ম্যাচে জল ঢালল বৃষ্টি। ভেস্তে গেল হাইভোল্টেজ ম্যাচ। বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই শঙ্কাই সত্যি হল শেষমেষ। ভারতের ২৬৭ টার্গেট চেজ করার সুযোগই পেল না পাক ব্যাটিং লাইনআপ।
বল হাতে আরও একবার ভারতীয় ব্যাটিংকে নাস্তানাবুদ করলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফ। ৬৬/৪ অবস্থা থেকে ভারতকে উদ্ধার করলেন ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া এবং শেষ দিকে জস্প্রীত বুমরার ঝোড়ো ইনিংস।
কোন ভারতীয় ক্রিকেটাররা কেমন খেললেন, দেখে নেওয়া যাক-
রোহিত শর্মা: (১১ রান)
প্ৰথম ওভারেই ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন। বুটে লেগে বাউন্ডারিও পেয়েছিলেন। ভাবা হয়েছিল হয়ত ভাগ্য সঙ্গী রয়েছে হিটম্যানের। তবে বৃষ্টি নামে। এবং ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি টিম ইন্ডিয়ার নেতা। ১১ রানের মাথায় শাহিন শাহ আফ্রিদি রোহিতকে প্যাভিলিয়নে ফেরান।
শুভমান গিল (১০ রান):
মন্থর শুরু করেছিলেন শুভমান। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি গিলের। ৩২ বলে ১০ রান করে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে যান তিনি।
বিরাট কোহলি (৪ রান):
প্রথম বলেই চার রান। ভাবা হয়েছিল সেই ট্রেডমার্ক বিরাট কোহলীয় ইনিংস দেখতে পাওয়া যাবে। তবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সপ্তম ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদির বলে অনিশ্চয়তা নিয়ে খেলতে গিয়ে বল ব্যাটে লাগিয়ে স্ট্যাম্পে ঢুকিয়ে আনেন।
শ্রেয়স আইয়ার (১৪ রান):
ইনজুরি কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল শ্রেয়স আইয়ারের। মনে হচ্ছিল ফর্মে মরচে পড়েনি। জোড়া বাউন্ডারি হাঁকিয়ে আস্থা জোগাচ্ছিলেন তিনি। তবে ভালো শুরু করেও নিজের ইনিংস বড় রানে কনভার্ট করতে পারেননি। ফখর জামান দারুণ ক্যাচ নিয়ে ফেরান শ্রেয়সকে।
ঈশান কিষান (৮২ রান): কন্ডিশনকে মানিয়ে নিয়ে কীভাবে পাক বোলিংকে বশ মানাতে হয়, সেই ঘটনার সার্থক উদাহরণ হয়ে থাকল ঈশানের শনিবাসরীয় ইনিংস। বেশ কিছু আউটের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পেয়েছেন। তারপর আরও সতর্ক হয়ে গ্যাপ খুঁজে বাউন্ডারি তুলে নিয়েছেন। ভারতীয় ইনিংসের পাল্টা লড়াইয়ের কাজ করেন ঈশান। হার্দিকের (৮৭) সঙ্গে দুরন্ত জুটি বেঁধে।
হার্দিক পান্ডিয়া (৮৭ রান):
বরোদার সুপারস্টার প্ৰথমে ঈশানের ইনিংসে সঙ্গ দিচ্ছিলেন। তরুণ পার্টনারকে নিজের মত ইনিংস গড়ার কাজে সহায়তা করে যাচ্ছিলেন তিনি। তবে একবার ঈশান আউট হওয়ার পরই স্বমূর্তি ধরেন। হ্যারিস রউফকে এক ওভারে তিনটে বাউন্ডারি হাঁকান। শেষমেশ ৮৭ করে আফ্রিদির স্লোয়ারে ঠকে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি।
রবীন্দ্র জাদেজা (১৪ রান):
পাক বোলারদের সেভাবে সমস্যায় ফেলতে পারেননি জাদেজা। জাদেজার ধীরগতির ইনিংস খতম হয়ে যায় আফ্রিদির অফস্ট্যাম্পের ডেলিভারি তাড়া করে উইকেটকিপার মহম্মদ রিজওয়ানকে ক্যাচ তুলে।
শার্দূল ঠাকুর (৩ রান):
ব্যাটিং দক্ষতার জোরে শামিকে বসিয়ে শার্দূলকে জায়গা দেওয়া হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্টের সেই আস্থার প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। শাদাব খানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
জস বুমরা (১৬ রান):
বল হাতে ভেলকি দেখানোর সুযোগ না পেলেও বুমরা ইনিংসের শেষ লগ্নে ব্যাট হাতে মাতিয়ে দেন। ১৪ বলে ১৬ রান করে ভারতীয় দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেন।
কুলদীপ যাদব (৪ রান):
ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। মাত্র ৪ রান করে আউট হয়ে যান কুলদীপ।
মহম্মদ সিরাজ:
ভারত অলআউট হয়ে যাওয়ার মঞ্চে সিরাজই একমাত্র ব্যাটসম্যান হিসেবে নটআউট থেকে যান।