Advertisment

পাকিস্তানকে 'পুঁতে দিল' কোহলি-রাহুলের ব্যাট! চার-ছক্কার ফুলঝুড়িতে সাইক্লোন ভারতের

R Premadasa Stadium Pitch Report … ব্যাট হাতে ঝড় তুললেন রাহুল, কোহলি

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs PAK Weather Report | Colombo Weather Forecast | R Premadasa Stadium Pitch Report

ভারত বনাম পাকিস্তান, আর প্রেমাদাসা স্টেডিয়ামে রাহুল-কোহলির তান্ডব

India vs Pakistan,Colombo Asia Cup Super 4:

Advertisment

ভারত: ৩৫৬/২

গতকাল ঝড় তুলেছিলেন রোহিত-গিল। হাফসেঞ্চুরি করে ফিরেছিলেন। সোমবার ঝড় নয়, সাইক্লোন আছড়ে প্রেমদাসা স্টেডিয়ামে। সাইক্লোন, সুনামি সব একসঙ্গে টেনে ফেললেন বিরাট কোহলি (৯৪ বলে অপরাজিত ১২২), কেএল রাহুল (১০৬ বলে অপরাজিত ১১১)। জোড়া সেঞ্চুরিতে কলম্বোর মাঠে পিষে মারলেন শাহিন আফ্রিদি, নাসিম শাহদের। চার-ছক্কার বাউন্ডারিতে ভারত নির্ধারিত ৫০ ওভারে তুলল ৩৫৬/২ রান। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ৩৫৭।

পাকিস্তানিদের সঙ্গে মাঠে এত সৌজন্যবোধ দেখাচ্ছেন কেন কোহলি, প্রশ্ন উঠেছিল। কোহলি সোমবার দেখিয়ে দিলেন আচরণ নয়, ব্যাটেই আগুন ঝড়াতে পছন্দ করেন তিনি। অন্যদিকে, কেএল রাহুলের চোট এবং ধারাবাহিকতার অভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এশিয়া কাপের প্ৰথম ম্যাচে খেলতে নেমেই সমস্ত আলোচনা জলে ভাসিয়ে দিলেন তিনি। 

রবিবার বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার পর সোমবারও খেলা পন্ড করার উপক্রম হয়। সকাল থেকেই মেঘলা আকাশ, কখনও ঝিরি ঝিরি, কখনও আবার মুষল ধারে বৃষ্টি। এমন অবস্থায় দফায় দফায় পর্যবেক্ষণ এবং খেলা শুরু হয় সাড়ে চারটেরও পরে।

পুরো পঞ্চাশ ওভার ধরেই খেলা হবে, জানানো হয়।

বৃষ্টি থেমে গেলেও মাঠে রানের বন্যা বইয়ে দিতে শুরু করেন রাহুল, কোহলি। আইপিএল-এর পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রাহুল। সোমবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করে। ১০ বাউন্ডারি, জোড়া ছক্কায় নিজের শতরান পূর্ণ করলেন।

অন্যপ্রান্তে কোহলি শতরানে পৌঁছলেন মাত্র ৮৪ রানে। ৪৭তম ওয়ানডে শতরান তো বটেই সেইসঙ্গে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলকেও পৌঁছে গেলেন। পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি তো গড়লেন। তিনিই আপাতত এই তালিকায় দ্রুততম।

KL Rahul Indian Team Asia Cup Virat Kohli Indian Cricket Team Pakistan Cricket
Advertisment