করোনা সংকটে শুধু বর্তমান খেলার সূচিই ক্ষতিগ্রস্ত নয়। ভবিষ্যতের সুচিতেও প্রভাব ফেলছে করোনার থাবা। অক্টোবর-নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয় রয়েইছে। এর মধ্যেই খবর বাতিল হতে পারে এশিয়া কাপও। টি টোয়েন্টি ফরম্যাটে ইউএই-তে এবার আয়োজন করার কথা ছিল এশিয়া কাপের। তবে সেই টুর্নামেন্ট বাতিল হওয়ার পথে।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি টেলিগ্রাফ কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, "এশিয়া কাপের আয়োজন ঘিরে অনিশ্চয়তা রয়েছে। তবে কোনো কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গোটা বিশ্বেই অনিশ্চয়তা জারি রয়েছে। সেপ্টেম্বর মাসে কী হবে সেটাই কেউ জানে না।"
এর সঙ্গে তাঁর সংযোজন, "আমাকে ভুল বুঝবেন না। শুধুমাত্র অনুমান করে নেওয়ার সময় আসেনি। বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করছে বিষয়টা। এক মাসের মধ্যেই গোটা চিত্র পরিষ্কার হয়ে যাবে।"
এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ইউএই-তে এশিয়া কাপ খেলার কথা। তবে করোনার কারণে আপাতত দু সপ্তাহের লকডাউন চলছে সংযুক্ত আরব আমিরশাহীতে। পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে নাজেহাল দশা পিসিবির।
আপাতত সমস্ত দেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতি উন্নতির অপেক্ষায় রয়েছে। করোনার প্রভাব কমলে বিসিসিআই আইপিএল আয়োজন করাকেই প্রাধান্য দেবে।