/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/PAKvAFG.jpg)
বুধবার রাতে শারজায় দাঙ্গা। আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের পর বেনজির কান্ড ঘটল শারজা স্টেডিয়ামে। রুদ্ধশ্বাস ম্যাচে সারাক্ষণই দুই দলের সমর্থকরা একে অন্যকে বিদ্রুপ করে চলছিল। তবে ম্যাচের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ ওভারে টানটান ম্যাচে আফগানিস্তান হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
এমন নক্কারজনক কাণ্ডের পরে মুখ খুলেছেন পাক স্পিডস্টার শোয়েব আখতারও। ম্যাচের পরেই আখতারের টুইট, "এমনটা আফগান সমর্থকরা করল। অতীতেও বেশ কয়েকবার এমনটা ঘটিয়েছে ওঁরা। এটা স্রেফ একটা ম্যাচ। ম্যাচের স্পিরিট মেনে খেলা উচিত।"
This is what Afghan fans are doing.
This is what they've done in the past multiple times.This is a game and its supposed to be played and taken in the right spirit.@ShafiqStanikzai your crowd & your players both need to learn a few things if you guys want to grow in the sport. pic.twitter.com/rg57D0c7t8— Shoaib Akhtar (@shoaib100mph) September 7, 2022
শোয়েব আখতার সরাসরি আফগান সমর্থকদের দাঙ্গার জন্য দায়ী করলেও স্তানিকজাই তাঁকে পাল্টা দিয়েছেন টুইটারে। প্রাক্তন আফগান তারকা লিখেছেন, "বিচার করার আগে এই ছবি এবং ভিডিও দেখুন। সেই সঙ্গে কোনও গোটা দেশকে অপমানজনক মন্তব্যে দোষারোপ করার আগে ক্রিকেটের আইন অনুযায়ী ম্যাচ রেফারিকে ব্যবস্থা নিতে দেওয়া হোক। এই নিয়ে দ্বিতীয়বার তুমি এরকম করলে। আশা করি, তোমার মধ্যে ক্ষমা চাওয়ার শক্তি আসুক।"
আরও পড়ুন: প্ৰথমে হাতাহাতি, তারপরে ব্যাট উঁচিয়ে মারার হুমকি! আগুন জ্বলল পাক-আফগান ম্যাচে, ভিডিওয় দেখুন
@shoaib100mph watch these photos and the video carefully then judge, also let the Match referee decide in accordance to the Cricket law before you use humiliating words to the entire nation and it’s your second time u r doing so. I hope ke ab ap apology ke hemat karogi pic.twitter.com/c6Dkgpx2ay
— Shafiq Stanikzai (@ShafiqStanikzai) September 7, 2022
ম্যাচের প্ৰথম থেকেই দুই দলের সমর্থকরা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার পর শেষ ওভারে তা আয়ত্বের বাইরে চলে যায় মাঠের মধ্যে আসিফ আলি এবং ফরিদ মালিক সংঘর্ষে জড়িয়ে পড়ায়।
ম্যাচের ১৯তম ওভারের ঘটনা আসিফ আলি ছক্কা হাঁকানোর পরে ফরিদ মালিকের বলেই আউট হয়ে যান। আফগান পেসার বড় উইকেট পেয়ে আবেগে সংযম লাগাতে পারেননি। মাঠেই বিশাল সেলিব্রেশনে মাতেন। আসিফ আলির মুখের উপরেই আউটের উদযাপন শুরু করে দেন।
It was an illegal action by Afghan player Fareed Malik who invaded Asif Ali's personal space and hurled verbal abuse at his face when he was walking off like a gentleman @ICC must take action against Afghan player first pic.twitter.com/TJs3PBwy2p
— Anees Ahmed 🇵🇰 (@Anees_PTIpk) September 8, 2022
এরপরে পরিস্থিতি শান্ত থাকেনি। আউট হয়ে মেজাজ হারান আসিফ আলিও। প্ৰথমে হালকা ধাক্কা দিয়ে ফরিদকে ঠেলে দেন তিনি। তারপরে ব্যাট উঁচু করে ধরেন মারার ভঙ্গি করে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত আফগান পেসার আজমাতুল্লা ওমরজাই দুজনকে আলাদা করেন। তারপরে ঘটনায় যোগ দেন বাকি আফগান তারকারা। আম্পায়ার শেষ পর্যন্ত এসে দুজনকে নিরস্ত্র করেন। হাসান আলি সেই সময় আফগান স্কোয়াডকে শান্ত থাকতে বলেন। সেই ঘটনার ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।