Advertisment

আগুন জ্বলল শারজায়! পাক-আফগান সমর্থকদের দাঙ্গায় নষ্ট কোটি কোটির সম্পত্তি, দেখুন ভিডিও

দুই দলের সমর্থকদের মধ্যে দাঙ্গা লাগার পরিস্থিতি তৈরি হল শারজায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার রাতে শারজায় দাঙ্গা। আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের পর বেনজির কান্ড ঘটল শারজা স্টেডিয়ামে। রুদ্ধশ্বাস ম্যাচে সারাক্ষণই দুই দলের সমর্থকরা একে অন্যকে বিদ্রুপ করে চলছিল। তবে ম্যাচের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ ওভারে টানটান ম্যাচে আফগানিস্তান হেরে যাওয়ার পর দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

Advertisment

এমন নক্কারজনক কাণ্ডের পরে মুখ খুলেছেন পাক স্পিডস্টার শোয়েব আখতারও। ম্যাচের পরেই আখতারের টুইট, "এমনটা আফগান সমর্থকরা করল। অতীতেও বেশ কয়েকবার এমনটা ঘটিয়েছে ওঁরা। এটা স্রেফ একটা ম্যাচ। ম্যাচের স্পিরিট মেনে খেলা উচিত।"

শোয়েব আখতার সরাসরি আফগান সমর্থকদের দাঙ্গার জন্য দায়ী করলেও স্তানিকজাই তাঁকে পাল্টা দিয়েছেন টুইটারে। প্রাক্তন আফগান তারকা লিখেছেন, "বিচার করার আগে এই ছবি এবং ভিডিও দেখুন। সেই সঙ্গে কোনও গোটা দেশকে অপমানজনক মন্তব্যে দোষারোপ করার আগে ক্রিকেটের আইন অনুযায়ী ম্যাচ রেফারিকে ব্যবস্থা নিতে দেওয়া হোক। এই নিয়ে দ্বিতীয়বার তুমি এরকম করলে। আশা করি, তোমার মধ্যে ক্ষমা চাওয়ার শক্তি আসুক।"

আরও পড়ুন: প্ৰথমে হাতাহাতি, তারপরে ব্যাট উঁচিয়ে মারার হুমকি! আগুন জ্বলল পাক-আফগান ম্যাচে, ভিডিওয় দেখুন

ম্যাচের প্ৰথম থেকেই দুই দলের সমর্থকরা উত্তেজনার পরিস্থিতি তৈরি করার পর শেষ ওভারে তা আয়ত্বের বাইরে চলে যায় মাঠের মধ্যে আসিফ আলি এবং ফরিদ মালিক সংঘর্ষে জড়িয়ে পড়ায়।

ম্যাচের ১৯তম ওভারের ঘটনা আসিফ আলি ছক্কা হাঁকানোর পরে ফরিদ মালিকের বলেই আউট হয়ে যান। আফগান পেসার বড় উইকেট পেয়ে আবেগে সংযম লাগাতে পারেননি। মাঠেই বিশাল সেলিব্রেশনে মাতেন। আসিফ আলির মুখের উপরেই আউটের উদযাপন শুরু করে দেন।

এরপরে পরিস্থিতি শান্ত থাকেনি। আউট হয়ে মেজাজ হারান আসিফ আলিও। প্ৰথমে হালকা ধাক্কা দিয়ে ফরিদকে ঠেলে দেন তিনি। তারপরে ব্যাট উঁচু করে ধরেন মারার ভঙ্গি করে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত আফগান পেসার আজমাতুল্লা ওমরজাই দুজনকে আলাদা করেন। তারপরে ঘটনায় যোগ দেন বাকি আফগান তারকারা। আম্পায়ার শেষ পর্যন্ত এসে দুজনকে নিরস্ত্র করেন। হাসান আলি সেই সময় আফগান স্কোয়াডকে শান্ত থাকতে বলেন। সেই ঘটনার ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Asia Cup Afghanistan Pakistan Cricket
Advertisment