Advertisment

এশিয়া কাপে লজ্জার বিদায়ে মাথা হেঁট টাইগারদের! অবসর নিয়ে হাঁফ ছাড়লেন মুশফিকুর

এশিয়া কাপে লজ্জার বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তারপরেই অবসরের ঘোষণা করে দিলেন মুশফিকুর রহিম।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এশিয়া কাপে কলঙ্কের বিদায় ঘটেছে বাংলাদেশের। শ্রীলঙ্কা তো বটেই গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছেও হারতে হয়েছে। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছে বাংলা টাইগারদের।

Advertisment

সেই খবরের রেশ কাটিয়ে ওঠার আগেই বড়সড় ধাক্কা পদ্মাপাড়ের ক্রিকেটে। দলের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করে ফেললেন। অর্থাৎ আগামী মাসে টি২০ বিশ্বকাপে বাংলাদেশ পাবে না অভিজ্ঞ তারকার সার্ভিস।

আরও পড়ুন: নাইটদের IPL চ্যাম্পিয়ন বিশ্বকাপজয়ী কোচ এবার প্রীতির পাঞ্জাবে! চাকরি গেল কুম্বলের

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মুশফিকুর রহিম লিখলেন, "আশা করি সকলেই ভালো রয়েছেন। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সকলে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। কেরিয়ারের উত্থান-পতনের সময় তোমাদের সমর্থন আমাকে উদ্বুদ্ধ করেছে। আজকে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করলাম। গর্বের সঙ্গে ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব চালিয়ে যাব। আশা করি এই দুই ফরম্যাটে দলকে সাফল্যের সন্ধান দিতে পারব। বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও অংশ নেব।"

publive-image

সম্প্রতি ফর্ম একদমই ভালো যাচ্ছিল না টাইগারদের মুশির। এশিয়া কাপে দুই ম্যাচে ব্যাট হাতে মুশফিকুর করেছেন মাত্র ৫ রান। চোটের কারণে লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হয়েছিল তারকাকে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করে বসেন তারকা।

আরও পড়ুন: জাদেজা নেই, আউট রাহুল! পাক ম্যাচে রবিবার ভারতের এগারোয় পরপর চমকের ইঙ্গিত

এশিয়া কাপের দুই ম্যাচেই হারতে হয়েছিল বাংলাদেশকে। প্ৰথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে পরাস্ত হতে হয় টাইগারদের। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৩ উইকেটে হারায় মুশফিকুরদের। ব্যাট হাতে ভালো করলেও বাংলাদেশের দুর্বল বোলিং, বিশৃঙ্খল ফিল্ডিং জয়ের আশা নিভিয়ে দেয়।

সবমিলিয়ে আন্তর্জাতিক স্তরে দেশের জার্সিতে ১০২টি ম্যাচে খেলেছেন মুশফিক। ১১৫.০৩ স্ট্রাইক রেটে রানসংখ্যা ১৫০০। ছয়টি হাফসেঞ্চুরিও করেছেন আন্তর্জাতিক টি২০-তে।

Asia Cup Bangladesh Cricket
Advertisment