এশিয়া কাপ জিতলে কত কোটি পাবে চ্যাম্পিয়ন দল! টাকার খেলায় বহু এগিয়ে IPL

এশিয়া কাপের ফাইনালে ফেভারিট হিসাবে মাঠে নামছে পাকিস্তান। তবে ডার্ক হর্স শ্রীলঙ্কা।

এশিয়া কাপ জিতলে কত কোটি পাবে চ্যাম্পিয়ন দল! টাকার খেলায় বহু এগিয়ে IPL

এশিয়া কাপের ফাইনালে খেলতে নেমেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। টুর্নামেন্টে সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়ে ফাইনালে পৌঁছেছে লঙ্কানরা। তবে ফাইনালে ফেভারিটের তকমা পাকিস্তানের জার্সিতে। ফেভারিট পাকিস্তানকে হারিয়েই এবার অঘটন ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিতে চায় শ্রীলঙ্কা।

টুর্নামেন্ট শুরুর আগে কেউ পাত্তাই দেয়নি দাশুন শানাকাদের। তবে সুপার ফোরে টানা তিনটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে লঙ্কান বাহিনী।

আরও পড়ুন: ব্যর্থ ভুবিই সেই বিশ্বকাপে, জায়গা নেই চাহারের! ভারতের ভবিষ্যৎবাণী IPL জয়ী কোচের

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সেই হারের ধাক্কা সামলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানকে পরপর হারিয়ে ট্রফি জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

টুর্নামেন্টের ফেভারিট ভারত কার্যত শ্রীলঙ্কার এই অবিশ্বাস্য পুনরুত্থানে ছিটকে গিয়েছে হতাশা বাড়িয়ে। পাকিস্তান অন্যদিকে, চাইছে ফাইনালে একপেশে লড়াইয়ে জিততে। সুপার ফোরে ভারতকে হারানোর পর থেকেই অপ্রতিরোধ্য ছন্দে পাক-বাহিনী। যদিও সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাবর আজম বাহিনীকে। সেই হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর পাকিস্তান।

আরও পড়ুন: ভারতের ড্রেসিংরুমে বাজানো যাবে না মিউজিক, বেনজির পরিস্থিতিতে বড় অনুরোধ টিম ইন্ডিয়া ক্যাম্পে

২০১২-য় শেষবার এশিয়া কাপের ট্রফি ঘরে তুলেছিল পাকিস্তান। অন্যদিকে, শ্রীলঙ্কা ২০১৪-য় এশিয়া কাপে শেষবার চ্যাম্পিয়ন হয়। ফাইনালের আগে দেখে নেওয়া যাক, ট্রফি এবং রানার্স দলকে কত টাকায় পুরস্কৃত হবে। জানা যাচ্ছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১ কোটি ৫৯ লক্ষ ৫৩ হাজার টাকা। রানার্স দল পাবে ৭৯ লক্ষ ৬৬ হাজার টাকা।

ঘটনা হল, আইপিএলের তুলনায় এই পুরস্কারমূল্য কার্যত কিছুই নয়। গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে গুজরাট লায়ন্স পেয়েছিল ২০ কোটি টাকা। অন্যদিকে, রানার্স রাজস্থান রয়্যালস পায় ১৩ কোটি টাকা। অর্থাৎ পুরস্কার মূল্যের বিচারে আইপিএল জয়ীরা প্রায় ২০ গুন বেশি অর্থ পেয়ে থাকে এশিয়া কাপের তুলনায়।

Stay updated with the latest news headlines and all the latest Asiacup news download Indian Express Bengali App.

Web Title: Asia cup 2022 final sri lanka vs pakistan prize money

Next Story
কোহলি-ভুবির মহা-প্রত্যাবর্তনে ঝলসে গেল আফগানরা! নিয়মরক্ষার ম্যাচে খেল দেখাল ভারত
Exit mobile version