দীর্ঘ তিন বছর কেটেছে। রান এসেছে কচ্চিৎ কদাচিৎ। তবে শতরানের দেখা পাননি কিং কোহলি। দিন, বছর, মাস কেটেছে। শেষমেষ এশিয়া কাপে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
নিয়মরক্ষার ম্যাচে আফগানদের বিপক্ষে এল কোহলির ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি। রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুলের সঙ্গে ইনিংসের সূচনা করতে নেমে প্ৰথম থেকেই মারকুটে মেজাজে ধরা দিলেন মহাতারকা।
আরও পড়ুন: কোহলি-ভুবির মহা-প্রত্যাবর্তনে ঝলসে গেল আফগানরা! নিয়মরক্ষার ম্যাচে খেল দেখাল ভারত
চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন কোহলি। পাকিস্তান এবং হংকং ম্যাচে রান পেয়েছিলেন। এই ম্যাচের আগে কোহলি শেষবার আন্তর্জাতিক মঞ্চে শতরান পেয়েছিলেন ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে।
প্ৰথমে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়েই কোহলি ১১৯ তুলে দেন। কোহলি শতরান করে যান মাত্র ৫৩ বলে। নিজের ইনিংসে একডজন বাউন্ডারি হাঁকানোর পাশাপাশি হাফডজন ওভার বাউন্ডারি মারেন তারকা। কেএল রাহুল অন্যপ্রান্তে ৪১ বলে ৬২ করে আউট হয়ে গেলেও কোহলি শেষ পর্যন্ত ৬১ বলে ১২২ করে অপরাজিত থেকে যান।
কোহলির দাপুটে শতরানে ভর করেই ভারত শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২১২ রানের বিশাল টার্গেট খাড়া করেছে।