দীনেশ কার্তিক প্ৰথম ম্যাচে খেলেছিলেন। সুযোগ পাননি পন্থ। কথা উঠেছিল। হংকং ম্যাচে পন্থকে ফেরানো হয়েছিল হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিয়ে। সুপার ফোরে পাকিস্তান ম্যাচেও রাখা হয় তাঁকে। দীনেশ কার্তিক বাদ পড়েন।
তবে পন্থ সেই একবার আলোচনার শিরোনামে দায়িত্বজ্ঞানহীন শট খেলে। ১২ বলে ১৪ রানের বেশি করতে পারেননি তারকা। রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন পন্থ।
আরও পড়ুন: ক্যাচ মিস করে রাতারাতি 'খলিস্তানি' জঙ্গি আর্শদীপ! ক্ষোভে ফেটে পড়লেন হরভজনরা
তারপরেই ড্রেসিংরুমে পন্থের ওপর ফেটে পড়েন রোহিত শর্মা। সেই ভিডিও ম্যাচের পরেই ভাইরাল। ড্রেসিংরুমে পন্থ ফেরার পরেই রোহিত শর্মা জানতে চান, এরকম দায়িত্বজ্ঞানহীন শট কেন খেললেন তিনি! পাল্টা পন্থকেও দেখা যায় নিজের যুক্তি দেখাতে। ভাইরাল এই ভিডিও ঘিরে আপাতত তোলপাড় ক্রিকেট মহল। প্ৰথম একাদশে এমনিতেই দীনেশ কার্তিকের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দিতা। পাক-ম্যাচের পর রোহিত এবার সরাসরি তারকা উইকেটকিপারকে বাদ দেন কিনা, তা দেখার।
ব্যাট হাতে ভারতের হয়ে বিরাট বাদে কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারনেনি। বিরাট কোহলি একমাত্র ৪৪ বলে ৬০ করে ভারতকে টানেন। রোহিত শর্মা-কেএল রাহুল দুজনেই পাওয়ার প্লে-তে ভালো খেললেও নিজেদের ইনিংসকে বেশিক্ষণ টানতে পারেননি। দুজনেই ২৮ রানে আউট হন। পন্থের সঙ্গে সূর্যকুমার যাদব, দীপক হুডারাও মেগা ম্যাচে রানের দেখা পাননি। গ্রুপ পর্বে পাক ম্যাচের হিরো হার্দিক পান্ডিয়া শোচনীয় ব্যর্থ রবিবার। ব্যাট হাতে ২ বলে ডাক করলেন। বল হাতে চার ওভারে খরচ করলেন ৪৪ রান।
পাক বোলারদের মধ্যে সফল শাদাব খান। কেএল রাহুল এবং ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ দুই উইকেট দখল করেন তিনি। রান তাড়া করতে নেমে পাকিস্তানকে জিতিয়ে দেয় মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ানের ৭৩ রানের পার্টনারশিপ। দুজনেই ডেথ ওভারে আউট হয়ে গেলেও পাকিস্তানের জয় আটকায়নি।