ভারত: ১৮১/৭
পাকিস্তান: ১৮২/৫
এশিয়া কাপে ২-০ হল না। রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারত শেষমেষ সুপার ফোরের যুদ্ধে ৫ উইকেটে হার মানল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ভারতের ১৮২ রানের টার্গেট পাকিস্তান তাড়া করে জিতল মাত্র ১ বল বাকি থাকতে।
টানটান উত্তেজনা। রক্তচাপ বাড়ানোর যুদ্ধ। হৃদপিন্ড গলার কাছে উঠে আসার ম্যাচ। পেন্ডুলামের মত ম্যাচের চৌম্বক কখনও ভারতের দিকে, কখনও ঢলল পাকিস্তানের দিকে। আর রক্তক্ষয়ী সেই লড়াইয়েই এক সপ্তাহ আগের হারের বদলা নিল বাবর আজমের পাকিস্তান।
ভারতকে ভাসালেন ভুবনেশ্বর কুমার। ডোবানোর নেপথ্যেও তিনি। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানকে ম্যাচ জয়ের চৌকাঠে পৌঁছে দিয়েছিলেন দুই মহম্মদ, রিজওয়ান এবং নওয়াজ। ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ একদম জলবৎ তরলং করে দিয়েছিলেন।
সেখান থেকেই ম্যাচে মোচড় হাজির হয়েছিল ভুবনেশ্বর কুমারের ১৬তম ওভারে। সেই ওভারে ভুবি মাত্র চার রান খরচ করেন। তুলে নেন মারকুটে মহম্মদ নওয়াজের (২০ বলে ৪২) উইকেট।
ভুবির ওভারের রেশ ধরেই রবিবার সারাক্ষণ নিষ্প্রভ থাকা হার্দিক পান্ডিয়াও আউট করে দেন পাক ব্যাটিংয়ের হিরো মহম্মদ রিজওয়ানকে। ৫১ বলে ৭১ রানের ইনিংসে যিনি রবিবার ভারতকে হারানোর মূল কারিগর।
পরপর দু-ওভারে দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ভারতীয় বোলাররা তখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। তবে ভারতের ম্যাচে ফিরে আসা যাঁর হাত ধরে সেই ভুবনেশ্বরই ডোবালেন একদম শেষলগ্নে। ১৯ তম ওভারে দুটো বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারিতে ভুবি পাকিস্তানকে ১৯ রান উপহার দেন। ম্যাচ ওখানেই খতম!
তবে তার আগে রবি বিশ্নোইয়ের ১৮তম ওভারে সহজ ক্যাচ মিস করেন আর্শদীপ। ম্যাচের ভাগ্য কার্যত ওখানেই লেখা হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের সমীকরণ দাঁড়ায় মাত্র ৭ রানের। আর্শদীপ সিং ওভারের তৃতীয় বলে আসিফ আলিকে আউট করে হালকা উত্তেজনার সঞ্চার করলেও, অঘটন আর ঘটেনি।
তার আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভারত স্কোরবোর্ডে ভদ্রস্থ রান খাড়া করে বিরাট কোহলির সৌজন্যে। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে মহাতারকা এদিন ৪৪ বলে ৬০ রানের ইনিংসে ভারতীয় ইনিংসকে কার্যত একাই টানেন। এই নিয়ে টানা দুই ইনিংসে ফিফটি করলেন মহাতারকা। রোহিত শর্মা এবং কেএল রাহুল দুজনেই ২৮ করে আউট হয়ে যান। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। গত ম্যাচের হিরো হার্দিক রবিবার ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ। ব্যাট করতে নেমে ২ বলে ০ করেন। বল হাতে ৪ ওভারে ৪৪ রান খরচ করে যান তিনি।
ভারত প্ৰথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, রবি বিশ্নোই, জুজবেন্দ্র চাহাল