India vs Pakistan, Asia Cup 2022: গত রবিবার ছিল হার্দিক-হ্যারিকেন শো! ঠিক এক সপ্তাহ বাদে এশিয়া কাপে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচ ডু অর ডাই। হেরে গেলেই বিপদে পড়ে যাবে যে কোনও টিম। আগের ম্যাচের মতোই ফল ভারতের পক্ষে যাবে নাকি এবার জ্বলে উঠবেন বাবর আজমরা সেটাই দেখার। একনজরে দেখে নিন দুই দলের লাইন আপ-
একনজরে ভারতের প্রথম একাদশ
ভারতের লাইন আপ- কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার, যুঝবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, দীপক হুডা। চোটের জন্য বাইরে রবীন্দ্র জাদেজা, দলে ঢুকলেন দীপক হুডা, কার্তিকের জায়গায় খেলছেন পন্থ।
একনজরে পাকিস্তানের প্রথম একাদশ
পাকিস্তানের দল- মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রাউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন।
-
Sep 04, 2022 21:45 ISTআউট বাবর আজম
শুরুতেই ধাক্কা পাকিস্তানের। রবি বিষ্ণোইয়ের বলে আউট বাবর আজম।
-
Sep 04, 2022 21:17 IST২০ ওভার শেষে ভারত তুলল ১৮১ রান
দু-দুটো মিসফিল্ড ফাখার জামানের। ২০ ওভার শেষে ভারত তুলল ১৮১ রান। জিততে গেলে পাকিস্তানকে করতে হবে ১৮২ রান।
-
Sep 04, 2022 21:14 ISTরান আউট বিরাট
শেষ ওভারে আউট বিরাট। ৪৪ বলে ৬০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন
-
Sep 04, 2022 21:08 ISTডেথ ওভারে আউট হুডা
১৬ রান করে ক্যাচ আউট দীপক হুডা। ক্রিজে বিরাটের সঙ্গে ভুবি
-
Sep 04, 2022 21:05 ISTছক্কা হাঁকিয়ে ৫০ বিরাটের
ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট। ৩৬ বল খেলে ৫৩ রান কোহলির
-
Sep 04, 2022 21:02 IST১৫০ রান ভারতের
১৫০ রান ভারতের। ১৭ ওভারে ব্যাট করছেন বিরাট ও দীপক হুডা।
-
Sep 04, 2022 20:52 IST৫ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত
১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। ব্যাটিং টানছেন বিরাট।
-
Sep 04, 2022 20:44 ISTশূন্য রানে আউট পাণ্ডিয়া
ব্যর্থ আগের ম্যাচের নায়ক পাণ্ডিয়া। শূন্য রানে আউট অলরাউন্ডার
-
Sep 04, 2022 20:42 ISTক্রিজে আগের ম্যাচের নায়ক পাণ্ডিয়া
ক্রিজে এলেন আগের ম্যাচের নায়ক পাণ্ডিয়া। বড় রানের পথে বিরাট
-
Sep 04, 2022 20:40 ISTআউট ঋষভ পন্থ
চার নম্বর উইকেট পড়ল ভারতের। শাদাবের বলে ১৪ রান করে আউট ঋষভ পন্থ
-
Sep 04, 2022 20:27 IST১১ ওভারেই ১০০ ভারতের
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম ১০০ রান ভারতের।
-
Sep 04, 2022 20:23 IST১০ ওভারে ৯৩ রান ভারতের
১০ ওভারে ৯৩ রান ভারতের। ক্রিজে বিরাট এবং পন্থ।
-
Sep 04, 2022 20:17 IST১৩ রান করে আউট সূর্যকুমার
আউট সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেট পড়ল ভারতের।
-
Sep 04, 2022 20:04 ISTরোহিতের কায়দায় আউট রাহুলও
রোহিতের পর প্যাভিলিয়নে ফিরলেন রাহুল। ২৮ রান করে শাদাব খানের বলে ক্যাচ আউট ওপেনার। ৬২ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের
-
Sep 04, 2022 19:57 ISTছক্কা হাঁকাতে গিয়ে আউট রোহিত
দুর্দান্ত শুরু বেশিক্ষণ টিকল না। ২৮ রান করে রাউফের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট রোহিত। ৫৪ রানে প্রথম উইকেট হারাল ভারত
-
Sep 04, 2022 19:51 ISTবিধ্বংসী মেজাজে রোহিত-রাহুল
বিধ্বংসী মেজাজে রোহিত-রাহুল। দিশাহারা পাক বোলিং। বল হাতে নাসিম-রাউফরা ফিকে শুরুতেই
-
Sep 04, 2022 19:44 ISTদুর্দান্ত শুরু ভারতের
দুর্দান্ত শুরু ভারতের। চালিয়ে খেলছেন রোহিত শর্মা। ছয়-চারের বন্যা শুরুতেই
-
Sep 04, 2022 19:17 ISTটসে জিতলে রোহিতও বোলিং নিতেন
সবুজ পিচ, তাই টসে জিতলে তিনিও বোলিং বেছে নিতেন জানালেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে ব্যাটিং নিয়ে চিন্তিত নন তিনি
-
Sep 04, 2022 19:15 ISTএকনজরে পাকিস্তানের প্রথম একাদশ
পাকিস্তানের দল- মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রাউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন।
-
Sep 04, 2022 19:14 ISTএকনজরে পাকিস্তানের প্রথম একাদশ
পাকিস্তানের দল- মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখার জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রাউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন।
-
Sep 04, 2022 19:11 ISTএকনজরে ভারতের প্রথম একাদশ
ভারতের লাইন আপ- কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার, যুঝবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, দীপক হুডা। চোটের জন্য বাইরে রবীন্দ্র জাদেজা, দলে ঢুকলেন দীপক হুডা, কার্তিকের জায়গায় খেলবেন পন্থ।
-
Sep 04, 2022 19:04 ISTটসে জিতে ফিল্ডিং নিল পাকিস্তান
টসে জিতল পাকিস্তান। ফিল্ডিং বেছে নিলেন ক্যাপ্টেন বাবর আজম।