scorecardresearch

বড় খবর

তিন বদলে পাক-বধে মাঠে নামল রোহিতের ইন্ডিয়া! সেরার সেরা চমক ভারতের একাদশে

India vs Pakistan, Asia Cup 2022: রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ার পর তাঁর জায়গায় একাদশে ঢোকার লড়াইয়ে ফেভারিট ছিলেন অক্ষর প্যাটেল।

তিন বদলে পাক-বধে মাঠে নামল রোহিতের ইন্ডিয়া! সেরার সেরা চমক ভারতের একাদশে

রুদ্ধশ্বাস ম্যাচ। সেই ম্যাচেই ভারত নিজেদের একাদশে তিনটে পরিবর্তন ঘটিয়ে খেলতে নামল। হার্দিক পান্ডিয়া হংকং ম্যাচে বিশ্রামে ছিলেন। তাঁকে ফেরানো হল। সেই সঙ্গে প্ৰথম একাদশে অন্তর্ভুক্তি ঘটল দীপক হুডা এবং রবি বিশ্নোইয়ের। ঋষভ পন্থ হংকং ম্যাচেই হার্দিকের বদলে প্ৰথম একাদশে সুযোগ পেয়েছিলেন। তিনি থাকছেন।

তবে বাইরে বসতে হচ্ছে দীনেশ কার্তিককে। কেএল রাহুলের প্ৰথম একাদশে খেলা নিয়ে সংশয় ছিল ফর্মের কারণে। তবে রোহিতের ওপেনিং পার্টনার হিসাবেই রাখা হচ্ছে রাহুলকে।

আরও পড়ুন: নাইটদের IPL চ্যাম্পিয়ন বিশ্বকাপজয়ী কোচ এবার প্রীতির পাঞ্জাবে! চাকরি গেল কুম্বলের

আবেশ খান, রবীন্দ্র জাদেজা ফিটনেস ইস্যুতে দুজনে খেলতে পারছেন না এই ম্যাচে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল পাকিস্তান। রোহিত শর্মা জানালেন তিনিও ফিল্ডিং বেছে নিতেন টসে জিতলে। দ্বিতীয়ার্ধে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সেকেন্ড হাফে ব্যাটিং করবেন বাবর আজমরা। পাক একাদশে একটাই বদল। আহত দাহানির জায়গায় এলেন হাসনাইন।

ভারত প্ৰথম একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, রবি বিশ্নোই, জুজবেন্দ্র চাহাল

পাকিস্তান প্ৰথম একাদশ: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ

Stay updated with the latest news headlines and all the latest Asiacup news download Indian Express Bengali App.

Web Title: India vs pakistan asia cup 2022 toss update and playing xi hardik pandya ravi bishnoi comes back