/indian-express-bangla/media/media_files/JLcWwZTGHv11PzRbsjrb.jpg)
Zaheer Khan as LSG mentor: আইপিএল ২০২৫-এ নতুন ভূমিকায় দেখা যাবে জাহির খানকে। লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন একসময়ের ভারতের বোলিং তারকা। আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট পোস্টে জাহির খান ফিরছেন দু-বছর পর। পাঁচ বছর (২০১৮-২০২২) কাটিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে।
লখনৌ সুপার জায়ান্টসের শেষ মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। গত সিজনে তিনি কেকেআরের মেন্টর হওয়ার পর এই পদ ফাঁকাই ছিল এতদিন। গম্ভীর কেকেআরের মেন্টর হয়েই আইপিএল চ্যাম্পিয়ন করেন কলকাতাকে। অন্যদিকে, লখনৌ সিজন শেষ করে সপ্তম স্থানে থেকে।
Welcome to the Super Giants family, Zak! 💙 pic.twitter.com/0tIW6jl3c1
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে জাহির খান ক্রিকেট ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন। তারপর ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোজেক্টের হেড হন।
লখনৌ সুপার জায়ান্টসে আপাতত এখনও বোলিং কোচেরও অভাব রয়েছে। মর্নি মর্কেল টিম ইন্ডিয়ার বোলিং কোচ হওয়ার পর এই পদ ফাঁকা রয়েছে এখনও।
Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024
আন্তর্জাতিক ক্রিকেটে ৬১০ উইকেটের মালিক জাহির খান। নিজের ক্রিকেটীয় কেরিয়ারে আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ারডেভিলস এবং আরসিবির জার্সিতে।
১০ বছর আইপিএলে অংশ নিয়ে জাহির ১০২ উইকেট নিয়েছেন ১০০ ম্যাচে। ইকোনকি রেট ছিল ৭.৫৮। ২০১৭-য় শেষ সিজনে জাহির দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে ক্যাপিটালস) অধিনায়কও হয়েছিলেন। তারপর সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
লখনৌয়ের বর্তমানে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। সাপোর্ট স্টাফ হিসাবে রয়েছেন ল্যান্স ক্লুজনার এবং আডাম ভোজেস।